ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সাত বছরের টেস্ট ক্যারিয়ারে অনেক চড়াই-উতরাই দেখেছেন রোহিত শর্মা। তবে গত কয়েক বছর এ ফরম্যাটে ব্যাটিং অর্ডার পরিবর্তন করে এ ডানহাতি নিজেকে খুঁজে পেয়েছেন। তারপরও তিনি বলছেন আগামী ডিসেম্বরে ভারতের অস্ট্রেলিয়া সফরের একমাত্র গোলাপি বলের টেস্ট হবে সবচেয়ে কঠিন।
গোপালি বলে এখন পর্যন্ত ভারত টেস্ট খেলেছে একটি। বাংলাদেশের বিপক্ষে গত বছর যে ম্যাচে রোহিত শর্মা করেছিলেন মাত্র ২২ রান। তাই দিন-রাতের পাঁচ দিনের ম্যাচে ব্যাট চালানোর অভিজ্ঞতাটা একটু কমই এ ডানহাতি। তাই এবার তিনি বলছেন, এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া সফরে গোলাপি বলে খেলা ভারতের জন্য কঠিন হবে।
আগামী ১১ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে অস্ট্রেলিয়া-ভারত মুখোমুখি হবে গোলাপি বলের টেস্টে। যা আসলে সিরিজের দ্বিতীয় টেস্ট। অস্ট্রেলিয়ায় গিয়ে গোলাপি বলে টেস্ট একেবারেই অন্যরকম হতে চলেছে বলে জানিয়ে দিয়েছেন রোহিত। ইনস্টাগ্রামে প্রশ্নোত্তর পর্বে এক ক্রিকেটপ্রেমী অস্ট্রেলিয়ায় গোলাপি বলে টেস্টের জন্য রোহিতের প্রস্তুতি নিয়ে জানতে চেয়েছিলেন। উত্তরে রোহিত শর্মা বলেন, ‘নিশ্চিত ভাবেই এটা চ্যালেঞ্জের হতে চলেছে।’
গত বছর থেকে ওপেনার হিসেবে ৫ দিনের ম্যাচে খেলছেন রেহিত। ব্যাটিং অর্ডার চেঞ্জ করায় বেশ সফল হয়েছেন এ তারকা। এখন পর্যন্ত ওপেনার হিসেবে পাঁচ টেস্টে ৯২.৬৬ গড়ে করেছেন ৫৫৬ রান। সর্বোচ্চ ২১২ রান। সেঞ্চুরি রয়েছে আবার তিনটি। এরআগে ৩২ টেস্টে রোহিত করেছিলেন ৪৬.৫৪ গড়ে ২১৪১ রান।
Discussion about this post