ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনার কারণে এ বছর নির্ধারিত সময়ে আইপিএল ভারতের মাটিতে গড়ানো সম্ভব হয়নি। আদৌ এ টুর্নামেন্ট দেশটিতে হবে কি না রয়েছে সন্দেহ। তাই এ সুযোগে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) জমজমাট এ টুর্নামেন্টটি নিজেদের মাঠে আয়োজন করতে চাইছে। কেননা করোনাভাইরাস এখনো শ্রীলঙ্কায় তেমনভাবে ছড়িয়ে পড়তে পারেনি। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সিনিয়র কর্মকর্তা জানান, পুরো বিশ্ব যখন লকডাউন তখন এমন প্রস্তাব নিয়ে আলোচনার কোনো মানেই হয় না, ‘সারা বিশ্ব লকডাউন থাকা অবস্থায় বিসিসিআই কোনো কিছুই বলবে না।’
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট শাম্মি সিলভা বৃহস্পতিবার জানান, ভারতের ঘরোয়া এই মেগা ইভেন্টটি আয়োজন করতে প্রস্তুত শ্রীলঙ্কা। কারণ দ্বীপ রাষ্ট্রটিতে করোনা পজিটিভ এখনো অন্যান্য দেশের তুলনায় অনেক কম। প্রত্যাশা করা হচ্ছে, ভারতের আগেই দেশটিতে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে।
এদিকে বিসিসিআইয়ের ঐ কর্মকর্তা বলেছেন, এখন শ্রীলঙ্কা বোর্ডের কাছ থেকে কোন প্রস্তাব পাননি, ‘এসএলসি এখনো কোনো প্রস্তাব দেয়নি এবং এ বিষয় নিয়ে আলোচনাও হয়নি।’ আর আসলেও যে ফলপ্রসূ আলোচনা হবে তার কোনো নিশ্চয়তা নেই। কারণ বেশিরভাগ আন্তর্জাতিক ফ্লাইট এখন বন্ধ। প্রাণঘাতী করোনার জন্য অনেক দেশের মানুষ এখন ঘরবন্দী।
এ বছর আইপিএল হওয়ার কথা ছিল ২৯ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত। কিন্তু বৈশ্বিক করোভাইরাস মহামারীর কারণে এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে। ৩ মে পর্যন্ত ভারতে লকডাউন বেড়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে ভারতীয় ক্রিকেট বোর্ড টুর্নামেন্টটি আয়োজনও করবে না।
Discussion about this post