ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাস আতঙ্কে পাল্টে যাচ্ছে সবকিছু। দ্রুত ছড়িয়ে পড়া এই ভাইরাসে কাবু গোটা বিশ্ব। একের পর এক ক্রীড়া আসর লিগ ম্যাচ স্থগিত হচ্ছে। এ অবস্থায় ভারতের আসন্ন সব আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার নির্দেশ দিয়েছে দেশটির সরকার।
ভারতে এখন অব্দি ৬৮ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হলেও কেউ মারা যায়নি। তবে বলা হচ্ছে ব্যাপক আকারে ছড়িয়ে পড়লে যে ধরনের নিবিড় পরিচর্যা কেন্দ্র দরকার, ভারতের চিকিৎসা ব্যবস্থা সেটি সামাল দিতে সক্ষম নয়। বিশেষ ক্যাটাগরির বাইরে বিশ্বের সব দেশের নাগরিকদের জন্য ১৫ এপ্রিল পর্যন্ত ভিসা স্থগিত করেছে ভারত।
এ অবস্থায় ধর্মশালায় এ দিনই শুরু হয় ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ম্যাচের আগে স্টেডিয়ামের বাইরে দর্শকের লাইন দেখা গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। যে দুই রাজ্যে সিরিজের ম্যাচগুলো হবে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী ‘জনসমাগম এড়ানোর পরামর্শ দিলেন।’
আইপিএলের ১৩তম আসর আগামী ২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা। কিন্তু করোনা ভাইরাসের প্রার্দুভাগে এ টুর্নামেন্ট এখন মাঠে গড়ানো নিয়েই জেগেছে শঙ্কা। যা দূর করতে অবশ্য আগামীকাল বসছে আইপিএলের গভর্নিং কাউন্সিলের সভা। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব জয় শাহ ও আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল থাকবেন সেখানে।
জয়পুর, নয়াদিল্লি, হায়দরাবাদ, বেঙ্গালুরুতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অনেকে। যে কারণে ম্যাচ চলাকালিন গ্যালারিতে দর্শকদের উপস্থিতি বিপদ ডেকে আনতে পারে বলে আশঙ্কা করছে ভারত সরকার। আর তাই এখন থেকেই ক্রিকেটার থেকে শুরু করে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
Discussion about this post