ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মিরপুরে ২১ ও ২২ মার্চ এশিয়া একাদশ ও অবশিষ্ট বিশ্ব একাদশের মধ্যে হওয়ার কথা দুটি টি-টুয়েন্টি ম্যাচ। সঙ্গে ১৮ মার্চ একটি কনসার্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রস্তুতি নিয়ে ফেলেছিল। কিন্তু করোনাভাইরাস আতঙ্কে থমকে যাচ্ছে আয়োজন। সরকারি নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেবে বোর্ড।
দেশে এরইমধ্যে সন্ধান মিলেছে করোনাভাইরাস রোগী। এ কারণে সবাই সতর্ক। এমন কী এই মাসের শেষে একটি ওয়ানডে ও একটি টেস্ট খেলতে করাচি যাওয়ার কথা বাংলাদেশ দলের। সেই শহরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে পাকিস্তানের বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বিসিবি।
এরমধ্যে দুটি টেস্ট খেলতে এই মুহূর্তে শ্রীলঙ্কা সফরে রয়েছে ইংল্যান্ড। সফরে যাওয়ার আগেই ইংলিশ অধিনায়ক জো রুট জানান, এই সফরে তারা হাত মেলাবেন না। ‘ফিস্ট বাম্পস’ (হাত মুষ্টিবদ্ধ করে অন্যের মুষ্টিবদ্ধ হাতে আলতো টোকা)।
ভারত সফরে দক্ষিণ আফ্রিকাও হাত মেলানো থেকে দূরে থাকতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে দুই দলের তিন ম্যাচ ওয়ানডে সিরিজ।
পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস আতঙ্ক। এরমাঝেও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান সৌরভ গাঙ্গুলি কদিন আগেই জানিয়ে ছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) যথাসময়ে মাঠে গড়াবে। তবে দেশটির সংবাদমাধ্যম এবিপি নিউজের দাবি, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টুয়েন্টি আসর এবার অনুষ্ঠিত না-ও হতে পারে।
২৯ মার্চ নতুন মৌসুমের আইপিএল মাঠে গড়ানোর কথা। দুই মাসব্যাপী আসরের ফাইনাল ম্যাচটি হওয়ার কথা আগামী ২৪ মে। কিন্তু এবিপি নিউজের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানিয়েছে, যদি ভারতে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পায় এবং পরিস্থিতির অবনতি হয়, তাহলে আইপিএল বাতিল করা হতে পারে।
একইসঙ্গে এ বছর অনুষ্ঠেয় এশিয়া কাপ ক্রিকেট ও টোকিও অলিম্পিক গেমস নিয়েও থাকছে শঙ্কা।
Discussion about this post