ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নিজ ইচ্ছেতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। তাই অনেকেই এ ডানহাতি পেসারের ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন। কিন্তু না। তেমনটি হয়নি এখনো। নড়াইল এক্সপ্রেস খেলে যেতে চাইছেন আরও কিছু সময়। এরইমধ্যে শনিবার এ তারকা সংবাদ সম্মেলনে জানিয়ে দেন, নেতৃত্ব থাকা না থাকা নিয়ে একবারই ভাবছেন না। এ ব্যাপারটি পুরোপুরি বোর্ডের। এখন তার মন শুধু ২২ গজে। ভালো পারফর্ম করার মূল লক্ষ্য।
পারফরম্যান্সের কারণে দলে জায়গা পাওয়ার কথাও ভাবেন না মাশরাফি। কিন্তু অধিনায়ক হিসেবে তার বিকল্প না থাকায় খেলতেই হচ্ছে তাকে। এ বিষয়টা কীভাবে দেখছেন টাইগার অধিনায়ক?‘অধিনায়কত্ব নিয়ে আসলে বলতে চাই যে, এটি আমার ভাবনার বিষয় নয়। এটা টিম ম্যানেজম্যান্টের ভাবনার জায়গা। তাই এটা নিয়ে আমি একদমই ভাবছি না। কিংবা দল ঘোষণার আগেও আমি ভাবিনি। এটা বোর্ডের সিদ্ধান্ত, টিম ম্যানেজম্যান্টের বিষয়।’
সাম্প্রতিক সময়ে মাশরাফির পারফরম্যান্স পড়তির দিকে। পরিসংখ্যান সাক্ষী দিচ্ছে, সবশেষ দশ ওয়ানডেতে মাশরাফির উইকেটসংখ্যা মাত্র ১টি। ইতিহাস ঘাটলে দেখা যাবে, প্রায় ১৮ বছরের ক্যারিয়ারের কখনওই এতো বাজে সময়ের মধ্যে যেতে হয়নি টাইগার অধিনায়ককে। যে কারণে ক্যারিয়ারের এই পর্যায়ে প্রায় প্রতিটি ম্যাচই যেনো নিজেকে প্রমাণ করার একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যদিও মাশরাফির পরিষ্কার বক্তব্য, তিনি কখনওই প্রমাণ করার জন্য ক্রিকেট খেলেননি, ‘দেখুন, প্রমাণ করার কোনো বিষয় নেই এখানে। আমি তো গ্যারান্টি দিতে পারব না যে, অবশ্যই পারফর্ম করবো। তবে একটা গ্যারান্টি দিতে পারবো যে আমি নিজের শতভাগ দিয়ে চেষ্টা করবো। যেকোনো খেলোয়াড়ের ব্যাপারে প্রশ্ন উঠতে পারে যে, সে তার শতভাগ দিয়ে চেষ্টা করছে কি না। টিম ম্যানেজম্যান্ট থেকে মূল্যায়ন করা হতে পারে যে, খেলোয়াড়ের ডেডিকেশন ঠিক জায়গায় আছে কি না। এসব জায়গা প্রশ্নবিদ্ধ থাকলে কোনো খেলোয়াড়ের অনেক কিছু পরিবর্তন করা লাগতে পারে।’
Discussion about this post