ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) রান উৎসবের এক দিন কাটল। মিরপুরের শেরেবাংলা তামিম ইকবাল করেন ট্রিপল সেঞ্চুরি। চট্টগ্রামে শাহরিয়ার নাফীসের ব্যাটে শতরান। দু’জনই পা রেখেছেন দুটি মাইলফলকে। প্রথম শ্রেণির ক্রিকেটে তামিম পূর্ণ করেন সাত হাজার রান শাহরিয়ার হয়ে গেলেন আট হাজার রান ক্লাবের সদস্য।
দক্ষিণাঞ্চলের হয়ে উত্তরাঞ্চলের বিপক্ষে ম্যাচে দ্বিতীয় ইনিংসে নাফীস করেন ১১১ রান। বাংলাদেশের সপ্তম ব্যাটসম্যান হিসেবে ৮ হাজার রান ক্লাবে নাম লেখান তিনি।
প্রথম শ্রেণির ক্রিকেটে এটি নাফীসের ১৫তম সেঞ্চুরি। ১২২ ম্যাচ আর ২১৭ ইনিংস খেলে এই অভিজাত মাইলফলকে পা রাখেন তিনি।
অন্যদিকে দেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ম্যাচে ট্রিপল সেঞ্চুরি পেলেন তামিম। একইসঙ্গে সাতহাজারি ক্লাবেরও সদস্য হলেন তিনি। পূর্বাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে রোববার খেলেন অপরাজিত ৩৩৪ রানের ইনিংস। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ড।
১১ হাজার ৭০৪ রান নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক তুষার ইমরান। ৯ হাজার ৬৭ রান নিয়ে এরপরই অলক কাপালী।
সংক্ষিপ্ত স্কোর-
মধ্যাঞ্চল ১ম ইনিংস: ২১৩/১০
পূর্বাঞ্চল ১ম ইনিংস: ১৩৯.৫ ওভারে ৫৫৫/২ (ইনিংস ঘোষণা) (আগের দিন ৩৯৫/২) ( পিনাক ২৬, তামিম ৩৩৪*, মুমিনুল ১১১, ইয়াসির ৬২*; মুস্তাফিজ ২৫-২-১০৬-০, শহিদুল ২২-০-১১৯-০, শুভাগত ৪৯-৮-১৬২-১, মুকিদুল ২৫-৩-৭১-১, সোহরাওয়ার্দী ১৩.৫-১-৫৬-০, সাইফ ৫-০-২৪-০)।
মধ্যাঞ্চল ২য় ইনিংস: ৪০ ওভারে ১১৫/৩ (সাইফ ৩৩, সৌম্য ৪, শান্ত ৫৪, রকিবুল ১৬*, শহিদুল ৭* আবু জায়েদ ৫-১-১৩-১, হাসান ৮-২-২০-০, তাইজুল ১৩-৩-২৫-০, রুবেল ৪-১-২০-০, নাঈম ১০-২-৩৬-২)।
###
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ২৬২/১০
উত্তরাঞ্চল ১ম ইনিংস: ২০৭/১০
দক্ষিণাঞ্চল ২য় ইনিংস: (আগের দিন ৪০/১) ১০২ ওভারে ৩৯৮/৩ ইনিংস ঘোষণা (শাহরিয়ার ১১১, এনামুল ৬৪*, শামসুর ১০৯, মাহমুদউল্লাহ ১০০*; ইবাদত ১৯-২-৭৮-০, তাসকিন ২৩-৫-৬৮-১, আরিফুল ১১-৩-৫১-২, সুমন ১৯-১-৮৮-০, সানজামুল ২৩-২-৮৪-০, তানবীর ৬-০-১৮-০, নাঈম ১-০-৫-০)
উত্তরাঞ্চল: ৬ ওভারে ২২/০ (মিজানুর ১৫*, রনি ৭*; শফিউল ৩-০-১৬-০, আল আমিন ২-২-০-০, রাজ্জাক ১-০-৬-০)।
#চারদিনের ম্যাচে তৃতীয় দিন শেষে
Discussion about this post