ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবার ফুটবলে মেতে উঠবে বাংলাদেশ। ১৫ জানুয়ারি শুরু বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল। কিন্তু ঘরের মাঠে এই আসরে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিনের সঙ্গে লড়তে হবে স্বাগতিকদের। ‘এ’ গ্রুপে লাল-সবুজের প্রতিনিধিদের আরেক প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
শনিবার বঙ্গবন্ধু গোল্ডকাপের ড্র অনুষ্ঠিত হয়। ৬ দলের প্রতিযোগিতায় ‘বি’ গ্রুপে রয়েছে বুরুন্ডি, সিশেলস ও মরিসাস।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে শনিবার অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন ও ড্র অনুষ্ঠান। রাজধানীতে মুজিববর্ষের বিশেষ আয়োজনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
সবশেষ ২০১৮ সালে প্রতিযোগিতার পঞ্চম আসরে তাজিকিস্তানকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ফিলিস্তিন। ফিফার র্যাঙ্কিংয়ে ছয় দলের মধ্যে সবচেয়ে এগিয়ে তারাই, ১০৬তম। আগের পাঁচ আসরের মধ্যে ২০১৫ সালে মালয়েশিয়া অনূর্ধ্ব-২৩ দলের কাছে ৩-২ গোলে হেরে রানার্সআপ হওয়া বাংলাদেশের সর্বোচ্চ পাওয়া। ২০১৬ ও ২০১৮ সালে শেষ চারে হেরে বিদায় নিয়েছিল দল।
শনিবার ড্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শিদী, স্পন্সর প্রতিষ্ঠান কে স্পোর্টসের সিইও ফাহাদ এম করিম, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, ফিফা কাউন্সিল মেম্বার মাহফুজা আক্তার কিরন ও বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ অনেকে।
Discussion about this post