চট্রগ্রামের পর ঢাকায়ও কথা বলছে মমিনুল হকের ব্যাট। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৯ রানের জন্য দেখা পাননি ডাবল সেঞ্চুরির। ফর্মের সেই ধারাবাহিকতা থাকল মিরপুর শেরেবাংলাতেও। বৃহস্পতিবার টেস্টের চতুর্থ দিন চা বিরতির পর তিনি তুলে নিলেন সেঞ্চুরি। অন্যপ্রান্তে এবার তাড়াহুড়ো নয়, দেখেশুনেই খেলছিলেন তামিম ইকবাল, ঠিক টেস্ট মেজাজে। কিন্তু ৭০ রানে এসে ভুল করলেন এই ওপেনার। কেন উইলিয়ামসনের বলে ক্যাচ দিলেন রস টেলরের হাতে।
এর আগে বাংলাদেশ ঠিক পথেই এগুচ্ছিল! অবশ্য ড্র কিংবা জয় নয়, আপাতত হার এড়াতেই লড়ছে স্বাগতিকরা। বৃহস্পতিবার ঢাকা টেস্টের চতুর্থ দিন ১৫৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে শুরু করে স্বাগতিকরা। কিন্তু ব্যাট করতে নেমেই দল হারায় এনামুল হক ও মার্শাল আইয়ুবকে। সেই ধাক্কা সামলে উঠেছে দল। চতুর্থ দিনশেষে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ দাড়িয়েছে ৩ উইকেট হারিয়ে ২৬৯ রান। মমিনুল হক ১২৬ রান নিয়ে ব্যাট করছেন। সঙ্গে আছেন সাকিব আল হাসান, ৩২ রান নিয়ে। ১১৪ রান লিড নিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের কোন ব্যাটসম্যানের টানা দুই টেস্টে সেঞ্চুরির দ্বিতীয় ঘটনা এটি। এর আগে লর্ডস ও ম্যানচেস্টার টেস্টে টানা সেঞ্চুরি করেছিলেন তামিম।
বৃহস্পতিবার সকালে এনামুল ২২ এবং মার্শাল ৯ রানে সাজঘরে ফিরেন।
এর আগে বৃহস্পতিবার সকালেই শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ১ম ইনিংস। ৮ উইকেটে ৪১৯ রান নিয়ে খেলা শুরু করে ৪৩৭ রানে অলআউট তারা। ওয়াটলিং অপরাজিত থাকেন ৭০ রানে। ৫৮ রান আসে ইশ সোধির ব্যাট থেকে। সাকিব আল হাসান নেন ৫ উইকেট।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে বাংলাদেশকে ২৮২ রানে অলআউট হয়েছিল। তামিমের ব্যাট থেকে আসে ৯৫ রান।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ২৮২/১০ (তামিম ৯৫, মমিনুল ৪৭, মার্শাল ৪১; ওয়াগনার ৫/৬৪) ও ২য় ইনিংস: ২৬৯/৩ (তামিম ৭০, এনামুল ২২, মার্শাল ৯, মমিনুল ১২৬*, সাকিব ৩২*; ওয়াগনার ২/৫২)
নিউজিল্যান্ড: ১ম ইনিংস ৪৩৭/১০ (ফুলটন ১৪, রাদারফোর্ড ১৩, উইলিয়ামসন ৬২, টেইলর ৫৩, অ্যান্ডারসন ১১৬, ওয়াটলিং ৭০, ব্রেসওয়েল ১৭, সোধি ৫৮; সাকিব ৫/১০৩, রাজ্জাক ২/৯৬, নাসির ১/৭, আল-আমিন ১/৫৮) × চতুর্থ দিন শেষে।
http://youtu.be/EdYAw56EYxk
Discussion about this post