ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রতি বছরের মতো এবারও বিজয় দিবসে হয়ে গেল প্রীতি ক্রিকেট ম্যাচ। সাবেক ক্রিকেটারদের এই লড়াইয়ে সোমবার ব্যাটে ঝড় তুললেন মোহাম্মদ রফিক। করেন ৩৯ বলে ৮১ রান। ৫ ছক্কা ও ৮ বাউন্ডারি তার ব্যাটে। তার পথ ধরেই শহীদ জুয়েল একাদশের বিপক্ষে শহীদ মুস্তাক একাদশ ৭ উইকেটে।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিজয় দিবস ক্রিকেটে শহীদ জুয়েল এবং শহীদ মুস্তাক এই দু’দলে ভাগ হয়ে ক্রিকেটাররা মাঠে নামেন। মহান স্বাধীনতা যুদ্ধে প্রাণ উৎসর্গ করেছিলেন এই দুই ক্রিকেটার। তাদের স্মরণ ও শ্রদ্ধায় প্রতিবছর বিজয় দিবসে তাদের নামে একাদশ গড়ে এমন প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করে বিসিবি।
এবার ১৬ ডিসেম্বর মিরপুরে এই ম্যাচ দেখতে হোম অব ক্রিকেটে আসেন শহীদ আব্দুল হালিম চৌধুরী জুয়েলের দুই বোন সুরাইয়া খানম ও সালমা চৌধুরী।
সকালে টসে জিতে শহীদ জুয়েল একাদশের অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় ব্যাটিং বেছে নেন। তারা করে ২০ ওভারে ৪ উইকেটে ১৬২ রান।
জবাব দিতে নেমে শহীদ মুস্তাক জিতে নেয় ম্যাচ। মেহরাব হোসেন অপি ৪৭ বলে অপরাজিত থাকেন ৪৮ রানে।
সংক্ষিপ্ত স্কোর-
শহীদ জুয়েল একাদশ: ২০ ওভারে ১৬২/৪ (এহসানুল হক সেজান ৫২, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ৩২, সজল চৌধুরী ৪৬*, সাইফুদ্দিন আহমেদ ২/২৭)।
শহীদ মুস্তাক একাদশ: ১৮.২ ওভারে ১৬৬/৩ (মেহরাব হোসেন অপি ৪৮*, রফিক ৮১)।
ফল: শহীদ মুস্তাক একাদশ ৭ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: মোহাম্মদ রফিক।
শহীদ জুয়েল একাদশ: নাঈমুর রহমান দূর্জয়, হাবিবুল বাশার, মাহমুদুল হাসান রানা, আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, এনামুল হক মনি, সজল চৌধুরী, খালেদ মাহমুদ সুজন, নাসির আহমেদ নাসু, এহসানুল হক সেজান, নিয়ামুর রশিদ রাহুল, মোহাম্মদ সেলিম ও হাসিবুল হোসেন শান্ত।
ম্যানেজার: গোলাম ফারুক চৌধুরী সুরু।
শহীদ মুস্তাক একাদশ: মেহরাব হোসেন অপি, জাহাঙ্গীর আলম, হারুনুর রশিদ লিটন, আনোয়ার হোসেন, তাকের আজিজ খান, মুশফিকুর রহমান, মোর্শেদ আলী খান, মোহাম্মদ রফিক, আনোয়ার হোসেন মনির, সফিউদ্দিন আহমেদ বাবু, ফারুক আহমেদ, জাভেদ ওমর বেলিম গোল্লা, মোহাম্মদ আলী ও খালেদ মাসুদ পাইলট।
ম্যানেজার: এ এস এম রকিবুল হাসান।
Discussion about this post