ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শক্তিশালী দল নিয়েই এসএ গেমসে ক্রিকেট খেলতে গেল বাংলাদেশ। জয়ও ধরা দিচ্ছে হাতে। কিন্তু প্রত্যাশা মতো দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে দাপট দেখাতে পারছে না টাইগাররা। আগের দিনই ভুটানকে অলআউট না করতে পেতে আক্ষেপ করেন সৌম্য সরকার। শনিবার নেপালের বিপক্ষে সেই হতাশাটা থেকেই গেল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দলের ক্রিকেটারের।
আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষ দশের বাইরে থাকা দলটিকে অলআউট করতে পারেনি বাংলাদেশ। যদিও ৪৪ রানে নেপালকে হারিয়ে এসএ গেমস পুরুষ ক্রিকেটের ফাইনালে জায়গা করে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
শনিবার দশরথ স্টেডিয়ামে সৌম্য সরকার ও মোহাম্মদ নাঈম অবশ্য ব্যাট হাতে ছিলেন ফ্লপ। কিন্তু আফিফ হোসেন ও নাজমুল হোসেন শান্ত র ব্যাটে রক্ষা। নেপালকে ১৫৬ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। জবাবে পুরো ২০ ওভার খেলে ৯ উইকেটে ১১১ রান করে স্বাগতিকরা।
মঙ্গলবার স্বর্ণ পদক জয়ের লড়াইয়ে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে লড়বে বাংলাদেশ।
আগে ব্যাট করতে নেমে হতাশ করেন বাংলাদেশের দুই ওপেনার সৌম্য ও নাঈম। দলীয় ১৬ রানে বিদায় নেন তারা। তিনে নামা নাজমুল হোসেন শান্ত এক প্রান্ত আগলে রাখলেও মিডল অর্ডারে সাইফ হাসান ও ইয়াসির আলী দাঁড়াতে পারেননি। ১০.২ ওভারের মধ্যে ৪ উইকেট হারিয়ে মাত্র ৫৯ রান তুলে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। তারপরই পথ দেখান নাজমুল-আফিফ জুটি। ৫৬ বলে ৯৪ রানের জুটি গড়েন দু’জন। ১ ছয় ও ৬ চারে আফিফ তুলেন ২৮ বলে ৫২। ৬০ বলে সমান ৪টি চার-ছয়ে ৭৫ রান ছিলেন অপরাজিত। শান্ত।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩: ২০ ওভারে ১৫৫/৬ (নাঈম শেখ ৬, সৌম্য ৬, শান্ত ৭৫*, সাইফ ০, ইয়াসির ১৪, আফিফ ৫২, অঙ্কন ০, মেহেদি ০*; কারান ৪-০-৩০-০, খাড়কা ৪-০-১৫-৩, সারাফ ৩-০-৩২-০, বোহারা ৩-০-৩০-১, ভারি ২-০-১৫-০, আইরি ৪-০-৩১-২)
নেপাল: ২০ ওভারে ১১১/৯ (খাড়কা ৯, মাল্লা ৪৩, সারাফ ০, আরিফ ০, আইরি ১৬, পাউদেল ৮, ভান্ডারি ৩, কারান ১, ভারি ২, বোহারা ১৩*, রাজবংশী ৫*; হাসান ৪-০-১৯-০, সুমন ৪-১-২১-২, তানভীর ৪-০-২০-২, সৌম্য ৪-০-২০-২, মেহেদি ৪-০-৩০-২)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ৪৪ রানে জয়ী
ম্যাচ সেরা: নাজমুল হোসেন শান্ত।
Discussion about this post