ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অনেকটা আলোচনার বাইরে চলে গেছেন তিনি। ইনজুরিতে পিছিয়ে পড়েছেন তাসকিন আহমেদ। তবে বঙ্গবন্ধু বিপিএল দিয়ে লড়াইয়ে ফেরার পরিকল্পনা করছেন এই পেসার। অবশ্য বিপিএলে বেশ সফল তিনি। গতবার সিলেট সিক্সার্সের হয়ে ১২ ম্যাচে ২২ উইকেট নিয়ে হয়েছিলেন দ্বিতীয় সর্বোচ্চ শিকারি।
এবারও ঝড় তোলার অপেক্ষায় তাসকিন। আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু বিপিএলে নতুন দল রংপুর রেঞ্জার্সের হয়ে খেলবেন তিনি। সেই লড়াইয়ের আগে বলছিলেন, ‘আগের চেয়েও ভালো করার আশা তো থাকবেই। কিন্তু দিন শেষে এটা একটা খেলা, ভালো খারাপ হবেই। চেষ্টা করবো প্রত্যেক ম্যাচে সেরাটা দেওয়ার। রংপুর রেঞ্জার্সকে জেতাতে অবদান রাখতে চাই আমি।’
জাতীয় দলে ফেরার মঞ্চ হিসেবে বিপিএলকে দেখছেন তাসকিন। কিছুদিন আগে শেষ জাতীয় ক্রিকেট লিগে ঢাকা মেট্রোর হয়ে মাত্র ৪ ম্যাচ খেলে ১৭ উইকেট তুলেছেন। সেই আত্মবিশ্বাস থেকেই জানালেন, ‘এখন আমার লক্ষ্য যেখানেই সুযোগ পাবো, সেখানেই ভালো খেলার। সুস্থ ও ফিট থেকে বিপিএলটা যেন ভালো খেলতে পারি। ভালো পারফরম্যান্স করে জাতীয় দলে খেলার সুযোগ পাওয়ার লক্ষ্য।’
২০ ওভারের টুর্নামেন্টে বরাবরই দাপট তার। সেই সাফল্য দিচ্ছে অনুপ্রেরণা তাকে। তাসকিন জানালেন,‘বিপিএল আমি খুব উপভোগ করি। বাংলাদেশের সেরা টুর্নামেন্ট এটা, অনেক আন্তর্জাতিক তারকা ক্রিকেটারদের সঙ্গে দেখা হয় ও ড্রেসিংরুম ভাগাভাগি করা যায়। আমার খুব ভালো লাগে। উৎসবের একটা আমেজ থাকে।’
Discussion about this post