ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিশ্বকাপের পর থেকেই সময়টা ভাল যাচ্ছিল না তার। ব্যাটে রান নেই। ইনজুরিরও ভুগিয়েছে। তবে স্বস্তির খবর হলো ভারত সফরের আগে চেনা ছন্দ খুঁজে পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। নভেম্বরে ভারত সফর। তার আগে ঘরে মাঠে জাতীয় ক্রিকেট লিগে ব্যাট-বল দুটোতেই সফল তিনি।
লিগে নিজের প্রথম দুই ইনিংসে হাফসেঞ্চুরি করেছিলেন। রোববার সেঞ্চুরিতে আরও উজ্জ্বল হয়েছে এ তারকা ব্যাটিং পারফরম্যান্স।
ঢাকা মেট্রোর হয়ে বগুড়ায় ম্যাচের তৃতীয় দিন শেষে শনিবার মাহমুদউল্লাহ অপরাজিত ছিলেন ৯৫ রানে। রোববার ৯৯ থেকে আবু জায়েদকে চার হাঁকিয়ে সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন ২১৪ বলে। ভারত সফরের আগে ঘরোয়া ক্রিকেটে নিজের শেষ ইনিংসে সেরে নিলেন সেরা প্রস্তুতি বলায় যায়।
প্রথম শ্রেণির ক্রিকেটে মাহমুদউল্লাহর এটি ১২তম সেঞ্চুরি। ঢাকা মেট্রোর হয়ে সেঞ্চুরি হলো দুটি। ঢাকা বিভাগের হয়ে ও বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে করেছেন চারটি করে। মধ্যাঞ্চলের হয়ে বিসিএলে করেন দুটি।
মাহমুদউল্লাহর এরআগে প্রথম শ্রেণির ক্রিকেটে সবশেষ সেঞ্চুরি করেন ২০১৫ সালের অক্টোবরে। জাতীয় লিগে ঢাকা মেট্রোর হয়েই খুলনা বিভাগের বিপক্ষে ফতুল্লায় সে সময় তিনি করেছিলেন ১৩২ রান।
টেস্ট ক্রিকেটের বাইরে প্রথম শ্রেণিতে রিয়াদের সবশেষ সেঞ্চুরি ছিল ২০১৫ সালের অক্টোবরে। জাতীয় লিগে ঢাকা মেট্রোর হয়েই খুলনা বিভাগের বিপক্ষে ফতুল্লায় করেন ১৩২ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিজ্ঞ এই ব্যাটসম্যানের এটি ১২তম শতক।
সংক্ষিপ্ত স্কোর-
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ২৪৬/১০
সিলেট ১ম ইনিংস: ৩১৯/১০
ঢাকা মেট্রো ২য় ইনিংস: ১১৯ ওভারে ২৭৩/১০ (মাহমুদউল্লাহ ১১১, শহিদুল ৪২, আবু হায়দার ১৫, সানি ১, মানিক ০*; আবু জায়েদ ২৫-৯-৪৯-৪, রেজাউর ১৮-২-৪৭-১, আফিফ ২-০-৬-০, রাহাতুল ১০-২-২৪-১, ইমরান ১২-৩-৩৫-২, অলক ১৪-৫-১৭-০, এনামুল জুনিয়র ৩৮-৯-৮৮-২)
সিলেট ২য় ইনিংস: ৫২.৩ ওভারে ২০৪/২ (ইমতিয়াজ ১১০*, তৌফিক ১০, জাকির ৭২, আফিফ ৮*; আবু হায়দার ১১-৩-৩৯-০, শহিদুল ১০-১-৪৮-০, সানি ১২-২-৩৫-১, মাহমুদউল্লাহ ৫-০-১৭-০, আমিনুল ৯-০-৩৭-০, মানিক ৫.৩-০-২৫-১)
ফল: সিলেট ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: জাকির হাসান (সিলেট)
Discussion about this post