ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
পাকিস্তানের ক্রিকেট ভক্তরা যেন এখন পৃথীবির সবচেয়ে সুখী মানুষ। কারণটাও সংগত দশ বছরের অপেক্ষা শেষে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে করাচিতে। আর তেমন ম্যাচ দলও শ্রীলঙ্কার বিপক্ষে তুলে নিয়েছে অনায়াস জয়। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হাসিমুখ পাকিস্তানের।
সোমবারের ম্যাচটা ভুলতে পারবেন না বাবর আজম। তিনি পেলৈন ক্যারিয়ারের ১১ নম্বর সেঞ্চুরি। যা আবার দ্রুততম ইনিংমের (৭১) দিক দিয়ে তৃতীয়। টপকে গেলেন বিরাট কোহলিকে।
ওয়ানডেতে দ্রুততম ১১ সেঞ্চুরির তালিকায় কোহলির অবস্থান চতুর্থ। ৮২তম ইনিংসে ১১টি সেঞ্চুরি পেয়েছিলেন ভারত অধিনায়ক। পাকিস্তানের কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদকেও টপকে গেলেন বাবর।২১ ইনিংসে ন্যূনতম ১০০০ রান তুলে রেকর্ডটি গড়েন তিনি। বাবর মাত্র ১৯ ইনিংসেই পেলেন ১১টি শতক।
একইসঙ্গে এক পঞ্জিকাবর্ষে পাকিস্তানের হয়ে ওয়ানডেতে দ্রুততম হাজার রানের রেকর্ডও বাবরের দখলে।
করাচিতে শ্রীলঙ্কার বিপক্ষে ১১৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বাবর।তার ব্যাটে ভর করে জিতেছে পাকিস্তান। এর তিন বছর আগে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তারপর থেকেি্ এগিয়ে যাচ্ছেন দাপটে।
অবশ্য আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে কোহলির থেকে পিছিয়ে বাবর। তিনি আছেন তিনে। দুইয়ে রোহিত।
Discussion about this post