ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কিছুদিন আগেই জাতীয় দলে জায়গা হারিয়েছেন তিনি। তবে ফেরার মিশনটাও বেশ ভাল করেই শুরু হয়েছে মেহেদী হাসান মিরাজের। শ্রীলঙ্কা সফরে ব্যাট-বল দুটোতেই নজর কাড়ছেন এই অলরাউন্ডার। হাফসেঞ্চুরির পর বল হাতে পেলেন ৫ উইকেট। অবশ্য তাকে ছাপিয়ে এদিন আলোচনায় কামিন্দু মেন্ডিস। তৃতীয় ও শেষ দিন তুলে নেন সেঞ্চুরি।
কামিন্দুর ইনিংসে লিড নিলেও শেষ অব্দি ড্র হয় বাংলাদেশ ‘এ’ দল ও শ্রীলঙ্কা ‘এ’ দলের মধ্যকার ম্যাচ।
তিন দিনের ম্যাচে ৯০ রানে পিছিয়ে থেকে ২য় ইনিংস খেলতে নামে বাংলাদেশ। বিনা উইকেটে করে ১ রান। তারপরই ড্র মেনে নেন দু্ই অধিনায়ক।
মঙ্গলবার শ্রীলঙ্কার মাহিন্দা রাজাপাকাসে স্টেডিয়ামে ২ উইকেটে ২০৪ রান নিয়ে শ্রীলঙ্কা শুরু করে দিনের খেলা। কামিন্দু ও আশান প্রিয়াঞ্জনের ব্যাটে এগিয়ে যায় স্বাগতিকরা। আশান করেন ৩৭ রান। ৭৫ বলে ৯ চারে ৬১ রান করা প্রিয়ামলকে ফেরান মেহেদী হাসান রানা।
কামিন্দুকে আউট করেন করেন অনিয়মিত বোলার মোহাম্মদ মিঠুন। ২৮২ বলে ৯ চারে ১৬৯ রান করেন তিনি। স্পিনার মিরাজ ৪৬.১ ওভার বোলিং করে ১৫০ রানে নেন ৫ উইকেট।
হাম্বানটোটায় শুক্রবার শুরু হবে দ্বিতীয় ও শেষ আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ‘এ’ দল ১ম ইনিংস: ১২০.১ ওভারে ৩৬০ (সৌম্য ২৪, মিরাজ ৫৭, রানা ৮, আবু জায়েদ ৮*, ইবাদত ৭; বিশ্ব ১/৭৯, অশিথা ৩/৫৯, পুষ্পকুমারা ১/৯৪, রমেশ ৩/৫৭, প্রিয়াঞ্জন ১/৩৪)
বাংলাদেশ ‘এ’ দল ১ম ইনিংস: ৩৬০
শ্রীলঙ্কা ‘এ’ দল ১ম ইনিংস: (আগের দিন ২০৪/২) ১২১.১ ওভারে ৪৫০ (কামিন্দু মেন্ডিস ১৬৯, প্রিয়াঞ্জন ৩৭, বান্দারা ২, প্রিয়ামল ৬১, রমেশ মেন্ডিস ২১, শরতচন্দ্র ১২, পুস্পকুমারা ১৫, বিশ্ব ৪, আসিথা ০*; আবু জায়েদ ১২-০-৪৮-০, ইবাদত ২০-১-৮২-১, রানা ২১-১-৮৮-১, মিরাজ ৪৬.১-৯-১৫০-৫, মিঠুন ১৪-৩-৩৪-২, সৌম্য ৪-১-১৪-০, মুমিনুল ৩-০-১৬-০, শান্ত ১-০-১০-০)।
ফল: ম্যাচ ড্র।
Discussion about this post