ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গত জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) নিয়মটা চালু করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেলিগে খেলতে হলে ফিটনেসের পরীক্ষায় (বিপ টেস্ট) কমপক্ষে ৯ পেতে হতো। এবার আরও কঠোর হলো বোর্ড। কমপক্ষে পেতে হবে ১১।
কিন্তু মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাক, তুষার ইমরান ও নাসির হোসেনসহ বেশ কয়েকজন ক্রিকেটার প্রথম পরীক্ষায় মঙ্গলবার পেলেন না পাশ মার্ক।
বিপ টেস্টে ৯.৬ পেয়েছেন ফেল আশরাফুল। ৯.৭ পয়েন্ট পেলেন জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার নাসির হোসেন। নাদিফ চৌধুরী পেয়েছেন ১০.৪ পয়েন্ট। আরাফাত সানি সর্বসাকুল্যে পেলেন ১০.৯ পয়েন্ট।
আশরাফুল, নাসির, নাদিফ ও সানি ছাড়াও গতকাল বিপ টেস্ট দেন আবু হায়দার রনি, জাহিদুজ্জামান, সৈকত আলি, মার্শাল আইয়ুব, শামসুর রহমান, আল আমিন জুনিয়র, ইলিয়াস সানি, মেহেদি মারুফ, শুভাগত হোম, নাজমুল অপু, জুবায়ের লিখন, মোহাম্মদ শরিফ, আলী আহমেদ মানিক, ও মোহাম্মদ শাকিল।
বিপ টেস্ট দেয়া ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট পেলেন জাহিদুজ্জামান (১২.৯)। এরপরই রয়েছেন পেসার মানিক (১২.৮), উইকেটরক্ষক শাকিল (১২.৬) ও মেহেদি মারুফ (১১.৮)। এছাড়া সৈকত আলী (১১.৪), মার্শাল আইয়ুব (১১.৪), শামসুর রহমান (১১.৩), আল আমিন জুনিয়র (১১.৩), শুভাগত হোম (১১), নাজমুল ইসলাম অপু (১১.১), জুবায়ের হোসেন লিখন (১১.২), আবু হায়দার রনি (১১.১) পাস করেছেন বিপ টেস্টে।
৪ অক্টোবর পরীক্ষা দিতে হবে আশরাফুলদের। সেখানে পাস করলেই হয়তো তারা ছাড়পত্র পাবেন জাতীয় লিগে খেলার ছাড়পত্র।
তার আগে আশরাফুল বলেন, ‘আমাকে টেস্টে ৯.৬ দিয়েছে। আমি বিশ্বাস করি যে আরো সাত, আট দিন ভালো অনুশীলন করলে উন্নতি করা যাবে। আবার চার তারিখে একটি সুযোগ আছে। এই তিন চারদিন ট্রেনিং করলে এবং চেষ্টা করলে হয়তোবা আরো উন্নতি করতে পারবো।’
১০ অক্টোবর শুরু হবে এনসিএল। প্রথম শ্রেণির ক্রিকেটের আসরে আটটি বিভাগীয় দলের প্রাথমিক স্কোয়াডে থাকাদের দিতে হচ্ছে পরীক্ষা।
Discussion about this post