ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শেষ পর্যন্ত ম্যাচ না খেলেই জাতীয় দল থেকে ছিটকে গেলেন ইয়াসিন আরাফাত মিশু। চোটের কারণেই সর্বনাশ। মেহেদি হাসান ও আবু হায়দার বিকল্প হিসেবে দলে জায়গা পেলেও তারাও নেই ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের পরের দুই ম্যাচে। তিন জন জায়গা পাননি টুর্নামেন্টের চট্টগ্রাম পর্বের বাংলাদেশ দলে।
কেন বাদ তারা জানাতে গিয়ে সোমবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গণমাধ্যমে জানান, ‘ইয়াসিনের পিঠে আর পাঁজরে ব্যাথা রয়েছে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে ইয়াসিনের ইনজুরির কারণেই ওর বিকল্প হিসেবে রনিকে (আবু হায়দার) নেওয়া হয়। ম্যাচের দিন কোনো পেসার হুট করে ইনজুরিতে পড়তে পারত। সেজন্যই বিকল্প হিসেবে রনি ছিল। মেহেদিকে নেওয়া হয় স্পিনিং অলরাউন্ডারের জায়গয় ব্যাক আপ হিসেবে। তাদের কারও খেলার কথা ছিল না।’
বাদ পড়াদের ‘এ’ দল, এইচপি দলে রাখা হবে।
অন্যদিকে চট্টগ্রাম পর্বের দুই ম্যাচে চমক হিসেবেই জায়গা পেয়েছেন আমিনুল ইসলাম বিপ্লব ও নাজমুল হোসেন শান্ত। তাদের দু’জনেরই বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের হয়ে ভারতে যাওয়ার কথা ছিল। কিন্তু দলের সঙ্গে গেলেন চট্টগ্রামে। মিনহাজুল আবেদীন জানিয়েছেন মূলত কোচের আগ্রহে নেওয়া হয়েছে এই দুজনকে।
নাজমুল হোসেন শান্ত প্রথমবারের মতো টি-টুয়েন্টি দলে সুযোগ পেলেন। বাঁহাতি ওপেনার নাঈম ঘরোয়া ক্রিকেটে ভাল খেলেই নজরে এসেছেন। তিনি খেলছেন বাংলাদেশে ‘এ’, ইমার্জিং দল ও বিসিবি একাদশে। দলে আরেক চমক অলরাউন্ডার আমিনুল। অনূর্ধ্ব-১৯ পর্যায়েও মূলত ছিলেন ব্যাটসম্যান। লেগ স্পিন করতে পারেন। ‘এ’ দল ও ইমার্জিং দলেও দেখা গেছে তাকে।
প্রধান নির্বাচক জানান, ‘বিপ্লবকে নেওয়া হয়েছে কোচের আগ্রহে। প্র্যাকটিসে ওকে দেখে কোচের ভালো লেগেছে। আমরা চেয়েছিলাম ওকে ভারতে পাঠাতে (এইচপির হয়ে)। কিন্তু কোচ বেশ জোরাজুরি করছিলেন যে ওকে আরও ভালোভাবে দেখতে চান।’
শান্তর টি-টুয়েন্টি দলে আসাও এইচপি কোচদের পরামর্শে। নান্নু বলেন, ‘দেখুন, আমরা এতদিন মূলত ওকে ওয়ানডে ও টেস্টের জন্যই বিবেচনা করেছি। কিন্তু এইচপির কোচদের কাছ থেকে জেনে জাতীয় কোচ ওকেও একটু দেখতে চান।”
প্রধান নির্বাচকের ধারণা, দলে নেওয়া হলেও আমিনুল-শান্তকে মূলত দেখাদেখির পর্যায়েই রাখা হতে পারে।’
১৮ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। ২১ সেপ্টেম্বর আফগানিস্তানের সঙ্গে লড়াই। রোববার তাদের কাছে দল হেরেছে ২৫ রানে। জিম্বাবুয়ের বিপক্ষে ৩ উইকেটে জিতেছে সাকিব আল হাসানের দল।
বাংলাদেশের টি-টুয়েন্টি দল-
সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, আফিফ হোসেন, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লব ও নাজমুল হোসেন শান্ত।
Discussion about this post