ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
চট্টগ্রাম টেস্টে হারের স্মৃতি এখনো মিলিয়ে যায়নি! তার আগেই আজ শুক্রবার ফের মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। ওভাই ক্রিকেট টি-টুয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। এই লড়াইয়ের আরেক দল আফগানিস্তান।
ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে নতুন জার্সিতে মাঠে দেখা যাবে বাংলাদেশ দলকে। গাঢ়-সবুজ জার্সিতে বুকের অংশে বাড়ানো হয়েছে লালচে রং। গতকাল ট্রফি উন্মোচনের সময় সাকিব আল হাসানের গায়ে দেখা যায় নতুন ঐ জার্সি।
এখন অব্দি বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টুয়েন্টিতে মুখোমুখি হয়েছে ৯বার। যারমধ্যে টাইগাররা জিতেছে ৫টিতে। এদিকে সফরকারীদের জয় ৪টিতে। এদিক দিয়ে একটু এগিয়ে স্বাগতিকরা। কিন্তু ব্যাপারটি মোটেই আমলে নিচ্ছেন না জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা, ‘হ্যাঁ। কেননা ম্যাচের ফরম্যাট যত ছোট হবে, দলগুলোর ব্যবধান ততই কমে আসবে। টি-টোয়েন্টি এমন একটি ফরম্যাট, যেখানে যে কেউ একাই ম্যাচ টেনে নিতে পারে ও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। সব মিলিয়ে এই ফরম্যাটে বড় দল কিংবা ছোট দল বলে কিছু নেই।’
শুক্রবার জিম্বাবুয়ের চেয়ে এগিয়ে থাকছে র্যাংকিংয়ে। এ তালিকায় জিম্বাবুয়ে আছে ১৪ নম্বরে। আর বাংলাদেশ আছে ১০ নম্বরে। এটাকে পুঁজি করেই টাইগারদের চোখ শুধুই জয়ে। স্বাগতিকরা জানে একটি জয় পাল্টে দিতে পারে দৃশ্যপট।
তবে জিম্বাবুয়ের কিছু হারানোর নেই। নির্ভার হয়েই খেলবে তারা। এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বললেন অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। প্রস্তুতি ম্যাচে জয় দিয়ে তার দল বুঝিয়ে দিয়েছে সহজে হার মানছে না!
শুক্রবার ছুটির দিনে মিরপুর শেরে বাংলায় বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টুয়েন্টি লড়াই শুরু সন্ধ্যা সাড়ে ৬টা থেকে।
ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ
উদ্বোধনী ম্যাচ
বাংলাদেশ-জিম্বাবুয়ে
সরাসরি সন্ধ্যা সাড়ে ৬টা
বিটিভি, জিটিভি, মাছরাঙা ও স্টার স্পোর্টস সিলেক্ট ২
Discussion about this post