ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঘরোয়া ক্রিকেটের গত কয়েক বছরের অন্যতম সেরা তারকা তিনি। ব্যাট হাতে টানা সাফল্য পেয়েছেন। কিন্তু জাতীয় দলের হয়ে তেমন ম্যাজিক দেখাতে পারছেন না! জাতীয় দলে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেন নি। ফের কথা বলল নাজমুল হোসেন শান্তর ব্যাট। মঙ্গলবার খুলনার শেষ আবু নাসের স্টেডিয়ামে শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে চার দিনের ম্যাচের প্রথম দিনে তুলে নিয়েছেন দারুণ এক সেঞ্চুরি। হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন আরেক তরুণ আফিফ হোসেন ধ্রুব।
মঙ্গলবার চারদিনের ম্যাচের প্রথম দিন শেষে ৮৮ ওভারে ৪ উইকেটে বাংলাদেশের যুবারা করে ২৩৩ রান। নাজমুল হোসেন শান্ত ১২৪ রানে অপরাজিত। ৭ চারে ৬৪ রানে ফিরেন আফিফ।
খেলায় টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো ছিলো না বাংলাদেশের। ৮ বলে ২ চারে ৯ রান করে সাজঘরে ফেরেন নাইম শেখ। প্রথম সেশনে আর কোন বিপদ ঘটেনি স্বাগতিকদের। তবে খোলসবন্দী থাকা সাইফ হাসান দ্বিতীয় সেশনের শুরুতে রান আউট হয়ে সাজঘরে ফেরেন ৯৪ বলে ১৮ রান করে। পরে তৃতীয় ব্যাটসম্যান হিসাবে আউট হন ইয়াসির আলী চৌধুরী রাব্বি (৪)। তবে এক প্রান্ত আগলে রেখে স্বাগতিকদের এগিয়ে নেন নাজমুল হোসেন শান্ত। চতুর্থ উইকেটে ৯৯ রান যোগ করেন নাজমুল ও আফিফ হোসেন ধ্রুব। ১০৮ বল খেলে ৭ চারে ৫৪ রান করে নিশান পেইরিসের বলে আফিফ বোল্ড হলে শেষ হয় এই জুটি।
জাকির হাসানকে নিয়ে দিন পার করে দেন নাজমুল। তার আগে এ বাঁহাতি ২৪৯ বল মোকাবেলা করে ১২ চার ও ১ ছয়ে ১২৪ রান করেন। ৪৩ বল খেলে ৯ রান করে অপরাজিত আছেন জাকির হাসান।
এই লড়াইয়ের আগে শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল স্বাগতিক বাংলাদেশ ইমার্জিং দল।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ হাই পারফরম্যান্স দল ১ম ইনিংস: ৮৮ ওভারে ২৩৩/৪ (সাইফ ১৮, নাঈম ৯, শান্ত ১২৪*, ইয়াসির ৪, আফিফ ৫৪, জাকির ৯*; ফার্নান্দো ১৫-২-৪২-০, পেরেরা ১৮-৬-৩৬-১, করুনারত্নে ১৫-৩-৩৯-০, নিশান ২৩-২-৬০-১, মেন্ডিস ১৭-১-৪৫-১)
Discussion about this post