ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ভারতের বিখ্যাত ব্যাটিং লাইনআপ কাঁপিয়ে আফগানিস্তান স্পিনাররা রীতিমতো চমক দিয়েছে শনিবার। স্বাভাবিকভাবে সাবধান হওয়ার কথা বাংলাদেশের। কিন্তু না। ব্যাপারটি নিয়ে মোটেও ভাবছেন না মাশরাফি বিন মর্তুজারা। সোমবার টাইগাররা চোখ শুধুই জয়ে।
সোমবার বিকাল ৩.৩০ মিনিটে সাউদাম্পটনের রোজ বলে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে নামবে বাংলাদেশ। এ টুর্নামেন্টে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে টাইগারদের জয়ের কোন বিকল্প নেই। ব্যাপারটি অবশ্য মাথায় আছে তাদের। সে লক্ষ্য পূরণে বদ্ধ পরিকর সাকিব আল হাসানরা।
এরআগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত খেললেও পারেনি বাংলাদেশ। তবে সবার মন জয় করে নিয়েছেন মাশরাফিরা। সোমবার সেই ধারাবাহিকতা ধরে রেখে আফগানদের উড়িয়ে দিতে চান তারা। এজন্য অবশ্য তৈরি মাশরাফির দল। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন তাই জানিয়েছেন, সামনের ম্যাচগুলো বাংলাদেশ এগোবে প্রতিটি লড়াই আলাদা করে ধরে, ‘পরের তিনটি ম্যাচই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তবে একবারে তিনটি না ভেবে আমরা পরের ম্যাচ নিয়ে ভাবছি। এখান থেকে সেমি-ফাইনালের কথা এখনই চিন্তা করা কঠিন। পরের ম্যাচ জিতলে তার পর সামনেরটা ভাবা যাবে।’
সাউদাম্পটনের উইকেট বেশ স্লো। এখানে তাই বল আসে একটু দেরী। যে কারণে ব্যাটসম্যানদের শর্টস খেলতে একটু ভাবনায় পড়তে হয়। তবে সিঙ্গেল-ডাবলসে দ্রুত রান তোলা যায়। সোমবার হয়তো সে পরিকল্পনা নিয়েই ব্যাট চালাবেন মুশফিকুর রহিম-তামিম ইকবালরা। তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলছেন, অস্ট্রেলিয়া ম্যাচ থেকে পাওয়া আত্মবিশ্বাসে বলিয়ান হয়েই সোমবার খেলবে বাংলাদেশ, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পর দল আরও আত্মবিশ্বাসী যে ওই বোলিং আক্রমণের বিপক্ষে রান তাড়া করেছি খুব ভালো। দল এখন তাই খুব ভালো অবস্থায় আছে। যে কোনো দলকে হারানোর বিশ্বাস আছে।’
এদিকে ব্যাটসম্যান মাহাম্মদ মিথুন আফগানিস্তান পরীক্ষাকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন, ‘প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আফগানিস্তান হোক বা অস্ট্রেলিয়া। মূল লক্ষ্য বাকি সবগুলি ম্যাচ জেতা। প্রতিটি বিভাগে নিজেদের সর্বোচ্চটা দেওয়া। আমার মনে হয়, আরও অনেক সতর্ক থাকতে হবে (আফগানিস্তানের বিপক্ষে)। অস্ট্রেলিয়ার কাছে হারলে আপনারাও অনেক কিছু গ্রহণ করে নেন। ওরা আমাদের থেকে ওপরের দল। আফগানিস্তানের কাছে হারলে, মানে সবাই আশা করছে আমরা জিতব। প্রতিটি ম্যাচই সমান আমাদের কাছে। তার পরও এই ম্যাচে আরও বেশি সতর্ক থাকতে হবে।’
দুর্দান্ত গতিতে চলতি বিশ্বকাপে ব্যাট-বল হাতে ছুটছেন সাকিব আল হাসান। তাই সোমবার তাকে নিয়ে সতর্ক আফগানরা। এমনটাই জানিয়েছেন মোহাম্মদ নবী, ‘সাকিব সেরা। তবে এই বিশ্বকাপে সে নিজের সেরাটাকেও ছাড়িয়েছে। কি দারুন ফর্ম। ওকে দমাতে না পারলে জিততে পারবো না। তাই সাকিবকে দ্রুত আউট করার জন্য বা ওর বল খেলার জন্য আলাদা প্ল্যান আছে আমাদের’।
এখন পর্যন্ত চলতি বিশ্বকাপে ছয় ম্যাচে ২ জয়, ৩ পরাজয় ও ১ পরিত্যক্ত ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে তারা। অন্যদিকে সমান ম্যাচে ৬ হারে টেবিলের তলানিতে আফগানরা।
ওয়ানডেতে এখন পর্যন্ত ৭ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। এরমধ্যে টাইগাররা ৪ জয়ের বিপরীতে হেরেছে ৩টিতে। ব্যাপারটি নিয়ে অবশ্য একটুও ভাবছেন না মাশরাফিরা। তাদের চোখ শুধু জয়ে। সেটা মাঠের ক্রিকেটে বাস্তবায়ংন করতে সোমবার নামতে চাইছেন তারা।
Discussion about this post