ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
যে কোন সময় প্রতিপক্ষের বিপক্ষে জ্বলে উঠতে পারেন ক্রিস গেইল ও আন্দ্রে রাসেল। টন্টনের ছোট মাঠে যে তারা যে সেটা আরও বেশি করেই চাইবেন তা বলায় যায়। কিন্তু এ দুই ওয়েস্ট ইন্ডিজ বিধ্বংসীকে সোমবার যত দ্রুত সম্ভব ফেরাতে চাই বাংলাদেশ। এজন্য পরিকল্পনাও আঁটছে টিম টাইগার্স।
বিশ্বকাপে চার ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সমানসংখ্যক ম্যাচে ৩ পয়েন্ট পেলেও রানরেটে পিছিয়ে বাংলাদেশের অবস্থান সাতে। তাই সোমবারের ম্যাচে দুই দলের মধ্যে সেমিফাইনালে ওঠার লড়াইটা জমে ওঠাটাই স্বাভাবিক। এমন মঞ্চে তো জ্বলে উঠতেই চাইবেন গেইল-রাসেলরা। কিন্তু সেই সুযোগ তাদের দিতে চান না টাইগারদের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ, ‘তাদের নিয়ে আমরা কিছু পরিকল্পনা করেছি। তারা দুজনই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাদের থামানোর চেষ্টা করতে হবে এবং ম্যাচ নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দ্রুত আউট করতে হবে। তাদের ওপর মনোযোগ দিতে হবে। কারণ, তারা দুজনেই খুবই ভালো খেলোয়াড়। আমি নিশ্চিত দলগতভাবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা খেলতে পারব।’
চলতি বিশ্বকাপের শুরুটা গেইল করেছিলেন পাকিস্তানের বিপক্ষে হাফসেঞ্চুরি দিয়ে। কিন্তু পরের দুই ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১ ও ইংল্যান্ডের বিপক্ষে এ বাঁহাতি করেন ৩৬ রান। যা তার নামের পাশে বড্ড বেমানান।
এদিকে ব্যাট হাতে এখনো রাসেল দেখাতে পারেননি নিজের আসল রূপ। তবে তিনি মুখিয়ে রয়েছেন সেটা দেখাতে। সেটা বাংলাদেশের বিপক্ষে হলে অবাক হওয়ার কিছুই থাকবে না। কিন্তু এ ডানহাতি তারকাকে মোটেও সেই সুযোগ দিতে চাই না টিম বাংলাদেশ।
Discussion about this post