ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টন্টনে বৃষ্টির মধ্যেই গত কয়েকদিন অনুশীলন সেরেছে বাংলাদেশ। সেখানে অন্যচেয়ে একটু বেশিই ব্যস্ত দেখা গেছে মাশরাফি বিন মর্তুজার। রানিং-স্ট্রেচিং-ফিল্ডিং-বোলিংয়ে এ ডানহাতি পেসার ঝরিয়েছেন ঘাম। যা খুব কাছে থেকে দেখেছেন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। গত তিন বছর ধরেই অবশ্য টাইগার ওয়ানডে অধিনায়ককে চোখে রেখেছেন তিনি। তাই প্রিয় শিষ্যর উপর আস্থা রয়েছে তার।
এখন পর্যন্ত চলতি বিশ্বকাপে বল হাতে ঝলক দেখাতে পারেননি মাশরাফি। যে কারণে তার পারফরম্যান্স নিয়ে উঠেছে প্রশ্ন। তবে ব্যাপারটি মোটেও আমলে নিচ্ছেন না ওয়ালশ, ‘এটা খুবই অপ্রয়োজনীয় (প্রশ্ন তোলা)। আমরা সবাই জানি মাশরাফি দারুণ লড়াকু। ওর খানিকটা চোট সমস্যা আছে, শতভাগ ফিট নয় এখনও। তবে অধিনায়ক হিসেবে সে সবসময়ই সামনে থেকে নেতৃত্ব দিতে চায়। এর মধ্যেও ভালো স্পেল সে করেছে। ওর দেখভাল খুব ভালোভাবে করতে হবে আমাদের। সামনে থেকে দেশকে নেতৃত্ব দিতে সে দৃঢ়প্রতিজ্ঞ। এখনই প্রশ্ন তোলার সময় হয়নি।’
সময়টা খারাপ গেলেও সোমবার স্বরুপে ফিরবেন মাশরাফি। তখনই আবার সমর্থকরা তার গুনগান গাইবেন। এমনটাই বিশ্বাস ওয়ালশের, ‘সমর্থকেরা অবশ্যই সবসময় শুধু জয় চায়। আমরা টানা দুটি ম্যাচ হেরেছি, একটি ভেসে গেছে বৃষ্টিতে। কয়েকটি জয় পেলেই তারা দেখবে দলের গভীরতা কতটা। ম্যাশ দুই দিন বিশ্রাম পেয়েছে। আশা করি শারীরিকভাবে ভালো অবস্থায় থাকবে এখন।’
গেল আয়ারল্যান্ড সিরিজ থেকেই হ্যামস্ট্রিংয়ে ভুগছেন মাশরাফি। সেটাকে সঙ্গী করেই টাইগার ওয়ানডে অধিনায়ক শুধুমাত্র দেশের টানে মাঠ মাতাচ্ছেন। কিন্তু এখনো নিজের সেরাটা দিতে পারেননি তিনি। তবে ওয়ালশের বিশ্বাস প্রিয় শিষ্য সোমবারই নিজের ঝলক দেখাবেন। দেশকেও এনে দেবেন কাঙ্ক্ষিত জয়।
Discussion about this post