ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিশ্বকাপে ফেভারিটের মতোই খেলল ইংল্যান্ড। শুরুতে বল হাতে দাপট। তারপরও বোলিংয়েও বাজিমাত। এরই পথ ধরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনায়াসেই আরো একটা ম্যাচ জিতে নিয়েছে ইংলিশরা।
জয়ের নায়ক জো রুট। শুরুতে বল হাতে দাপট দেখালেন। এরপর ব্যাট হাতে প্রথমবারের মতো ওপেনিংয়ে নেমেই দেখালেন চমক। তুলে নিয়েছেন শতরান। সব মিলিয়ে তার দাপটেই শুক্রবার সাউথ্যাম্পটনের রোজ বালে ৮ উইকেটে জিতেছে ইংলিশরা।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। মার্ক উড ও জোফরা আর্চারের আগুণ ঝরা তোপে সর্বনাশ হয় ক্যারিবীয়দের। দু’জন ২৪ রানের মধ্যে শেষ ৫ উইকেট তুলে নেন। তারা অলআউট হয়ে তুলে মাত্র ২১২ রান। জবাবে নেমে ১০১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পা রাখে ইংলিশরা।
যদিও ম্যাচটিতে ওপেনিংয়ে নামার কথাই ছিল না জো রুটের। কিন্তু নিয়মিত ওপেনার জেসন রয় খেলার অষ্টম ওভারের চোট নিয়ে মাঠের বাইরে চলে যান। অধিনায়ক ইয়ন মরগানও একই কারণে ছাড়েন মাঠ। তারপরই বদলাতে হয় ইংল্যান্ডের ব্যাটিং অর্ডার।
জন বেয়ারস্টোর সঙ্গে ওপেনিংয়ে নামেন জো রুট। তারা তুলেন ৯৫ রান। বেয়ারস্টো ৪৫ রান তুলে আউট। এরপর ক্রিস উইকস ফেরেন ৪০ রানে। তারপর দলকে জয় এনে দেন বেন স্টোকস ও রুট। ৯৪ বলে ঠিক ১০০ রান তুলে অপরাজিত থাকেন রুট। স্টোকস অপরাজিত ১০ রানে।
এর আগে টব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। দলে ফিরে এভিন লুইস ব্যর্থ। মাত্র ২ রানে আউট। ১৫ রানে জীবন পেয়ে ৩৬ রানে থামেন ক্রিস গেইল। ৫৫ রানে ৩ উইকেট হারায় দল। এরপর শিমরন হেটমায়ার ও নিকোলাস পুরান প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে ৩৯ রান করা হেটমায়ার ফেরেন সাজঘরে।
পেসার আর্চারের তোপে ২৪ রানে শেষ ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তিন চার ও এক ছক্কায় ৬৩ রান করেন পুরান। শ্যানন গ্যাব্রিয়েল ৩২ রানে ফেরেন। পেমার্ক উড নেন ১৮ রানে ৩ উইকেট। আর্চার ৩ উইকেট শিকার করেন ৩০ রানে।
এই সাফল্যে চার ম্যাচে তিন জয় আর এক হারে ছয় পয়েন্ট ইংল্যান্ডের। চার ম্যাচে এক জয়, দুই হার আর একটি পরিত্যক্ত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট তিন।
সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ: ৪৪.৪ ওভারে ২১২/১০ (গেইল ৩৬, লুইস ২, হোপ ১১, পুরান ৬৩, হেটমায়ার ৩৯, হোল্ডার ৯, রাসেল ২১, ব্র্যাথওয়েট ১৪, কটরেল ০, টমাস ০*, গ্যাব্রিয়েল ০; ওকস ১/১৬, আর্চার ৩/৩০, প্লানকেট ১/৩০, উড ৩/১৮, রুট ২/২৭)
ইংল্যান্ড: ৩৩.১ ওভারে ২১৩/২ (বেয়ারস্টো ৪৫, রুট ১০০*, ওকস ৪০, স্টোকস ১০*; গ্যাব্রিয়েল ২/৪৯)
ফল: ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: জো রুট
Discussion about this post