ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দারুণ দাপটে এগিয়ে যাচ্ছিল অস্ট্রেলিয়া। টানা দুই জয় নিয়ে মুখোমুখি হয় ভারতের। কিন্তু রিবাট কোহলিদের সঙ্গে পেরে উঠেনি টাইগাররা। সেই ধাক্কা সামলে ফের ছন্দে বিশ্ব চ্যাম্পিয়নরা। পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় জয় তুলে নিয়েছে অজিরা। আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজের পর এবার পাকিস্তানের বিপক্ষে জয় অ্যারন ফিঞ্চের দলের।
টনটনে অনুষ্ঠিত ম্যাচে বুধবার পাকিস্তানকে ৪১ রানে হারাল অস্ট্রেলিয়া।
টস জিতে শুরুতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। কিন্তু ডেভিড ওয়ার্নারের শতরান ও ফিঞ্চের দুর্দান্ত হাফসেঞ্চুরিতে অস্ট্রেলিয়া করে ৪৯ ওভারে ৩০৭ রান। জবাব দিতে নেমে পাকিস্তান ৪৫.৪ ওভারে অলআউট ২৬৬ রানে।
টনটনের উইকেটে সংগ্রহটা বিশাল না হলেও চ্যালেঞ্জ নিতে পারেনি পাকিস্তান। দলের ২ রানে আউট ওপেনার ফকর জামান। তবে লড়েছেন ইমাম-উল-হক। সঙ্গে বাবর আজম। দলীয় ৫৬ ফেরেন ফেরেন বাবর (৩০)।
তারপর ইমাম ও মোহাম্মদ হাফিজ দৃশ্যপট পাল্টে দিতে লড়েছেন। কিন্তু বড় ইনিংস খেলা হয়নি। ৭৫ বলে ৫৩ রান তুলে আউট ইমান। এরপর হাফিজও দ্রুত ফেরেন। অ্যারন ফিঞ্চের বলে আউট এই ব্যাটসম্যান তুলেন ৪৯ বলে ৪৬ রান। হাসান আলি ১৫ বলে ৩২।
সরফরাজ আহমেদ ও ওয়াহাব রিয়াজ অষ্টম উইকেটে যোগ করেন ৬৪ রান। রিয়াজ ৩৯ বলে ৪৫ রান করে আউট হতেই শেষ পাকিস্তানের সম্ভাবনা। সরফরাজ ৪৮ বলে তুলেন ৪০ রান। তিনটি উইকেট নেন পেসার প্যাট কামিন্স। দুটি করে উইকেট মিচেল স্টার্ক ও কেন রিচার্ডসনের।
এর আগে ব্যাট করতে নেমে শতরানের পথে ছিলেন অ্যারন ফিঞ্চ। কিন্তু থামেন ৮২ রানে। তবে ডেভিড ওয়ার্নার (১০৭) ঠিকই শতক তুলে নেন। চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তুলেন অপরাজিত ৮৯ রান। ভারতের বিপক্ষেও হাফসেঞ্চুরি। এবার পেলেন তিন অঙ্কের দেখা।
১১ চার আর এক ছক্কায় সেঞ্চুরি। ওয়ার্নারের সঙ্গে ১৪৬ রানের উদ্বোধনী জুটি গড়েন ফিঞ্চ। ৮৪ বলে ৮২ রানে আউট অজি নেতা। ওয়ার্নার ১১১ বলে ১১ চার ও এক ছক্কায় ১০৭ রান।
মোহাম্মদ আমির ১০ ওভারে দুই মেডেনসহ ৩০ রানে নেন ৫ উইকেট। ওয়ানডেতে এই প্রথম পাঁচ উইকেট পান এই পেসার। তারপরও দল হারল। হতাশ আমির।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া: ৪৯ ওভারে ৩০৭/১০ (ফিঞ্চ ৮২, ওয়ার্নার ১০৭, স্মিথ ১০, ম্যাক্সওয়েল ২০, মার্শ ২৩, খাওয়াজা ১৮, কেয়ারি ২০, কোল্টার-নাইল ২, কামিন্স ২, স্টার্ক ৩, রিচার্ডসন ১*; আমির ৫/৩০, আফ্রিদি ২/৭০, হাসান ১/৬৭, ওয়াহাব ১/৪৪, হাফিজ ১/৬০)।
পাকিস্তান: ৪৫.৪ ওভারে ২৬৬/১০ (ইমাম ৫৩, ফখর ০, বাবর ৩০, হাফিজ ৪৬, সরফরাজ ৪০, মালিক ০, আসিফ ৫, হাসান ৩২, ওয়াহাব ৪৫, আমির ০, আফ্রিদি ১*; কামিন্স ৩/৩৩, স্টার্ক ২/৪৩, রিচার্ডসন ২/৬২, কোল্টার-নাইল ১/৫৩, ফিঞ্চ ১/১৩)
ফল: ৪১ রানে জয়ী অস্ট্রেলিয়া
ম্যাচসেরা: ডেভিড ওয়ার্নার
Discussion about this post