ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কথায় আছে একবার না পারিলে দেখ শতবার। কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের জন্য অন্যভাবে বলা যায়-একবার না পারিলে দেখ সাতবার। ঠিক তাই সাতবারে এসে শিরোপা দেখা পেল টাইগাররা। সোনার হরিণ হয়ে উঠা শিরোপা ধরা দিলো হাতে। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বহুজাতিক কোন টুর্নামেন্টে প্রথম কোন ট্রফি জিতল বাংলাদেশ। সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন সৈকতের ঝড়ো ব্যাটিংয়ে ধরা দিল স্বপ্নের এক জয়। এই আত্মবিশ্বাস নিয়েই দ্বাদশ বিশ্বকাপের আয়োজক দেশ ইংল্যান্ডে পা রাখল স্টিভ রোডসের দল।
ডাবলিনের মালাহাইডে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজকে পাঁচ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জয়ের আনন্দে মেতে ওঠে বাংলাদেশ। ম্যাচে টস জিতে আগে বল হাতে ২৪ ওভারে ক্যারিবীয়দের ১ উইকেট তুলে নিয়ে ১৫২ রানে আঁটকে দেয় মাশরাফির দল।
কিন্তু বৃষ্টি আইনে টাইগারদের লক্ষ্য দাঁড়ায় সমান ওভারে ২১০ রান। সৌম্য সরকার ও তামিম ইকবালের ওপেনিং জুটি শুরুতে কঠিন কাজটি সহজ করে দেন। এরপর মুশফিকুর রহীম দ্রুত রান তুলেন। আর শেষে দেখা মেলে মোসাদ্দেক হোসেন ঝড়। ২৪ বলে ৫২* রান করেন তিনি। ৭ বল আগেই জয় নিশ্চিত করে মাশরাফি বিন মর্তুজার দল।
দ্রুততম হাফসেঞ্চুরিতে মোসাদ্দেক বনে গেলেন ইতিহাস গড়ার ম্যাচের নায়ক। প্রতিক্রিয়া এই ম্যাচসেরা বলছিলেন, ‘এটা অনেক ভালো লাগার ব্যাপার (ম্যাচ সেরা হওয়া)। আমরা প্রথম কাপ জিতলাম, সেটিও দেশের বাইরে। আমাদের জন্য অনেক বড় ব্যাপার। সবচেয়ে বড় কথা হলো, বিশ্বকাপের আগে অনেক আত্মবিশ্বাস পেয়েছি আমরা।’
বিশ্বকাপে এই ফর্মটাই ধরে রাখতে চান মোসাদ্দেক। জানান, ‘আমি মনে করি, আমাদের ব্যাটিং ও বোলিং ইউনিট যা আছে, এখানকার মতো খেলতে পারলে বিশ্বকাপেও ভালো কিছু করতে পারব। আমরা খুব ভালো আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যাচ্ছি। আমার ব্যক্তিগত লক্ষ্যও সেটিই যে সুযোগ পেলে এমন কিছু করব যা দলের কাজে লাগবে।’
Discussion about this post