ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ব্যাট-বলে শুরু থেকে চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দাপট দেখাচ্ছে লিজেন্ডস অব রূপগঞ্জ। সেই ধারাবাহিকতায় দুই দিন আগে শক্তিশালী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে বড় ব্যবধানে হারিয়েছিল দলটি। শুক্রবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে তেমনটাই চায় নাঈম ইসলাম দল। এজন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে সাবেক ডিপিএল চ্যাম্পিয়নরা।
শুক্রবার সকাল ৯টায় চলতি টুর্নামেন্টের পঞ্চম রাউন্ডের ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্সের মুখোমুখি হবে লিজেন্ডস অব রূপগঞ্চ। এ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের আরও উন্নতি করতে চান নাঈম ইসলামরা।
চলতি ডিপিএলে লিজেন্ডসদের ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন নাঈম ইসলাম। এরইমধ্যে চার ম্যাচে এ ডানহাতি করেছেন ১টি সেঞ্চুরি ও ১টি হাফসেঞ্চুরি। এদিকে বেশ ছন্দে রয়েছেন মোহাম্মদ নাঈম ও মুমিনুল। এছাড়া ভারতীয় রিক্রট ঋশি ধাওয়ান দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স করে চলেছেন। এদিকে বল হাতে মোহাম্মদ শরিফ ও নাবিল সামাদরা প্রতিপক্ষের জন্য রীতিমতো হুমকিই হয়ে দাঁড়িয়েছেন। সব মিলিয়ে সময়টা বেশ কাটছে সাবেক ডিপিএল চ্যাম্পিয়নদের। শুক্রবার সেই ধারা ধরে রেখে গাজীকে হারাতে চান তারা।
গত মৌসুমে গাজীর বিপক্ষে দুইবারের দেখায় দুইবারই বেশ দাপুটের সঙ্গে জিতেছিল রূপগঞ্জের। শুক্রবার সেই স্মৃতিই মিরপুর হোম অব ক্রিকেটে আনতে চান তারা। এরইমধ্যে সর্বোচ্চ প্রস্তুতিই নিয়েছেন নাঈম ইসলামরা।
এখন পর্যন্ত চলতি ডিপিএলে ৪ ম্যাচে ৩ জয়ে পয়েন্ট টেবিলের পঞ্চমস্থানে রূপগঞ্জ। অন্যদিকে সমান ম্যাচে ২ জয় ২ হারে টেবিলের আটে গাজীর অবস্থানি। শুক্রবার যদি এ হিসেবটিও কেউ ধরেন তবে এগিয়ে থাকবে রূপগঞ্জই। কিন্তু ক্রিকেটে সব সময় পরিসংখ্যান দিয়ে সবকিছু বিচার করা যায় না। তাই আগে কি হয়েছে সেসব নিয়ে মোটেও ভাবছে না নারায়ণগঞ্জের ক্লাবটি। দলটির শুক্রবার একটাই লক্ষ্য জয়।
Discussion about this post