ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শিরোপা পূনরুদ্ধারের পথে দাপুটে পথচলা শুরু হয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জের। টানা দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে ফেভারিটরা। প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে জয়ের পর এবার শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে উড়িয়ে দিয়েছে সাবেক চ্যাম্পিয়নরা।
দুই ‘নাঈম’—মোহাম্মদ নাঈম আর নাঈম ইসলামের শতরানেই জয়ের পথটা করে নেয় লিজেন্ডজরা। এরপর জবাব দিতে চেষ্টা করেছে শাইনপুকুর। কিন্তু লাভ হয়নি। বিকেএসপির তিন নম্বর মাঠে হাসিমুখেই মাঠ ছাড়ে রূপগঞ্জ। রান বন্যার ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ২৩ রানে হারিয়েছে লিজেন্ডসরা।
রোববার লিজেন্ডস অব রূপগঞ্জ তুলে নেয় ২৩ রানের দারুণ এক জয়। টস হেরে আগে ব্যাট করতে নেমে মোহাম্মদ নাঈম (১২২) আর নাঈম ইসলামের (১০৮) দাপটে রূপগঞ্জ নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে করে ৩৫৭ রান। পাহাড় সমান সেই লক্ষ্যের সামনে দাঁড়িয়ে সাব্বির হোসেন (১০০) ও তৌহিদ হৃদয়ের (৮৩) ব্যাটে ভর করে শাইনপুকুর ৪৯ ওভারে অলআউট হয়ে করে ৩৩৪ রান। রূপগঞ্জের হয়ে ৫১ রানে নাবিল নামাদ নেন ৩টি উইকেট।
বিকেএসপিতে দুই ওপেনার আজমির আহমেদ ও মোহাম্মদ নাঈমের ব্যাটে ১৭.২ ওভারে রূপগঞ্জ পায় ১৩২ রান। আজমির করেন ৪৭ বলে ৪৮। তারপরই অধিনায়ক নাঈমের সঙ্গে ৯৩ রানের আরেকটি জুটি গড়েন মোহাম্মদ নাঈম। ৮১ বলে করেন সেঞ্চুরি। নাঈম ইসলাম অন্যপ্রান্তে ২১ রানে অপরাজিত।
সাব্বির হোসেনের বলে মোহাম্মদ নাঈম আউট হন ১২২ রান করে। এরপর ‘সিনিয়র’ নাঈমও ৯৩ বলে করেন সেঞ্চুরি। নাঈম ১০৮ রান করে ফেরেন সাজঘরে।
জয়ের লক্ষ্যে নেমে শাইনপুকুর দুই ওপেনার উদয় কাউল ও সাব্বির হোসেনের ব্যাটে ভাল সূচনা পায়। তারা ১৩.৪ ওভারেই করেন ১০৪ রান। কাউলকে (২৯) বিপজ্জনক এ জুটি ভাঙেন নাবিল সামাদ। এরপর সাব্বিরকে সঙ্গ দেন আফিফ হোসাইন ও তৌহিদ হৃদয়। কিন্তু দলীয় ১৩৮ রানের মাথায় আফিফ ফিরে যায়। সাব্বির শতরান করেই ফেরেন সাজঘরে।
এরপর তৌহিদ হৃদয়ষষ্ঠ উইকেটে সোহরাওয়ার্দী শুভকে নিয়ে ৫৮ বলে ৮০ রান যোগ করেন। আর হৃদয় ৮১ বলে ৬ চার ও ১ ছয়ে ৮৩ রান।
ম্যাচের শেষ ৪ ওভারে জিততে শাইনপুকুরের দরকার ছিল ৫৭ রান। হাতে ৩ উইকেট। তখনই ১০ বলে ২২ রান করে চেষ্টা করেছিলেন সুজন হালদার। কিন্তু শেষ রক্ষা করতে পারেননি তিনি।
রূপগঞ্জের হয়ে নাবিল ৫১ রানে ৩ উইকেট নেন। ৬৬ রানে ২ উইকেট নিয়েছেন আসিফ হোসেন। মুক্তার আলি ও ঋষি ধাওয়ান নেন ১টি করে উইকেট। তবে ম্যাচসেরা লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিয়ান মোহাম্মদ নাঈম ।
সংক্ষিপ্ত স্কোর-
রূপগঞ্জ: ৫০ ওভারে ৩৫৭/৭ (আজমির ৪৮, মোহাম্মদ নাঈম ১২২, নাঈম ইসলাম ১০৮, থাওয়ান ৩২, আসিফ আহমেদ ১১, জাকের ৯, মুক্তার ১৩, শাহরিয়ার ২*, শহিদ ২*; সুজন ২/৭৫, দেলোয়ার ২/৬৭, শুভাগত ০/৩০, হামিদুল ২/৪৫, আফিফ ০/৩৩, শুভ ০/৪৪, সাব্বির ১/৩৭, টিপু ০/২৬)।
শাইনপুকুর: ৪৯ ওভারে ৩৩৪ (উদয় ২৯, সাব্বির ১০০, আফিফ ১৫, হৃদয় ৮৩, শুভাগত ৫, ধীমান ১৩, শুভ ৩৪, দেলোয়ার ১৮, সুজন ২২, হামিদুল ৩, টিপু ০*; শহিদ ১/৮৬, নাবিল ৩/৫১, ধাওয়ান ১/৬৬, আসিফ হাসান ২/৬৬, মুক্তার ১/৫৯)।
ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ২৩ রানে জয়ী
ম্যাচসেরা: মোহাম্মদ নাঈম
Discussion about this post