ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ওয়ানডেতে সিরিজে হোয়াইট ওয়াশের তিক্ত অভিজ্ঞতা নিয়ে এবার টেস্ট সিরিজের অপেক্ষায় বাংলাদেশ। তবে তার আগে ব্যাটিং অনুশীলনটা দুর্দান্তই হয়েছে টাইগাররা। দুই দিনের প্রস্তুতি ম্যাচে চার হাফসেঞ্চুরিতে দাপুটে ব্যাটিং করলেন জাতীয় দলের ক্রিকেটাররা। নিউজিল্যান্ড ভারী বাতাসের বাধা উপেক্ষা করতে স্বস্তির ব্যাট উপহার দিয়েছেন ব্যাটসম্যানরা।
ওয়েলিংটন ও হ্যামিল্টনে খেলার আগে অনেকটাই দুশ্চিন্তা কমল তামিম ইকবাল-মাহমুদউল্লাহর। শনিবার লিংকনে দুই দিনের প্রস্তুতি মাচের প্রথম দিনে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে চার হাফসেঞ্চুরিতে ৯৬.১ ওভারে ৪১১ রান করেছে বাংলাদেশ।
বাংলাদেশ দলের লিটন দাস, সাদমান ইসলাম, মেহেদি হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ পেয়েছেন হাফসেঞ্চুরি। সাদমান ছাড়া বাকি তিন জন স্বেচ্ছায় অবসরে যান। সৌম্য সরকারও তাদের পথে হাঁটেন। তামিম ইকবালও দুর্দান্ত খেলেন। সব্যাটিং অনুশীলনটা বেশ হয়েছে স্টিভ রোডসের শিষ্যদের।
শনিবার তামিম-সাদমানের উদ্বোধনী জুটিতে আসে ১০৩ রান। লাঞ্চের মিনিট তিনেক বাকি থাকতে তামিম আউট হন ৮৩ বলে ৫ চার ও ১ ছয়ে ৩৫ রানে। লাঞ্চের পর ফিরেন সাদমান। গত নভেম্বরে অভিষেক টেস্টে দারুণ খেলা এ বাঁহাতি এদিন করেন ৬৭ রান। মুমিনুল তুলেন ২০ রান।
চা বিরতির সময় ৪১ রানে অপরাজিত থেকে ফিরেন সৌম্য, চার নম্বরে নামা লিটন তখন অপরাজিত ৬২। তিনি আর ব্যাটিংয়ে নামেননি। চা বিরতির পর দেখা য়ায় মেহেদি হাসান মিরাজকে নিয়ে অধিনায়ক মাহমুদউল্লাহ নামছেন মাঠে। হাফ সেঞ্চুরি করার পরও মাহমুদউল্লাহ কিছুক্ষণ ব্যাটিং করেন। মিরাজ হাফসেঞ্চুরি করেই অবসরে যান।
ইনজুরির কারণে প্রস্তুতি ম্যাচে খেলছেন না মুশফিকুর রহীম ও মোহাম্মদ মিথুন। এরমধ্যে মুশফিক ২৮ ফ্রেবুয়ারি শুরু হতে যাওয়া প্রথম টেস্টে খেলতে পারেন।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৯৬.১ ওভারে ৪১১ (তামিম ৪৫, সাদমান ৬৭, মুমিনুল ২০, লিটন ৬২ (রিটায়ার্ড নট আউট), সৌম্য ৪১ (রিটায়ার্ড নট আউট), মাহমুদউল্লাহ ৫৯ (রিটায়ার্ড নট আউট), মিরাজ ৫১ (রিটায়ার্ড নট আউট), তাইজুল ১৪, নাঈম ১২, আবু জায়েদ ২৩, খালেদ ০*; কোবার্ন ২/৯২, বুলা ১/৩১, নাটাল ১/৬০, সিয়ার্স ১/৭৭, লকরোজ ১/১০৪)।
Discussion about this post