ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ওয়ানডে সিরিজে দাপটেই নিউজিল্যান্ডকে হারিয়েছিল তারা। সিরিজ জিতেছিল ৪-১ ব্যবধানে। কিন্তু টি-টুয়েন্টি সিরিজের শুরুতেই বিশাল হার ভারতের। বুধবার প্রথম ম্যাচেই কিউইদের বিপক্ষে রেকর্ড ব্যবধানে হেরেছে রোহিত শর্মার দল। ম্যাচটি ৮০ রানে জিতেছে নিউজিল্যান্ড। এর আগে টি-টুয়েন্টিতে ৪৯ রানে হারই ছিল ভারতের সবচেয়ে বড় ব্যবধানে হার। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই লজ্জায় পেয়েছিল ভারত।
বুধবার ওয়েলিংটনে শুরুতে ব্যাট করতে নেমে টিম সেইফার্টের দাপুটে ব্যাটিংয়ে ৬ উইকেটে ২১৯ রান করে নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে টিম সাউদির পেস আক্রমণ আর লিয়াম ফার্গেসন, ইশ শোধি, মিচেল স্যান্টনারের দুর্দান্ত বোলিংয়ে ১৯.২ ওভারে ১৩৯ রানে অলআউট ভারত।
বড় টার্গেটের সামনে নেমে রোহিত শর্মাকে শুরুতেই হারায় ভারত। অবশ্য শিখর ধাওয়ান ও বিজয় শঙ্কর শুরুটা ভাল করেছিলেন। কিন্তু তাদের প্রতিরোধটাও বড় ছিল না। ১৮ বলে ২৯ রান করেন ধাওয়ান।শঙ্কর ১৮ বলে ২৭। শেষে মহেন্দ্র সিং ধোনি ৩১ বলে তুলেন ৩৯ রান।
তারও আগে দাপট দেখালেন টিম সেইফার্ট। কলিন মানরোকে নিয়ে ৮.২ ওভারেই তুলেন ৮৬ রান। ৩০ বলে ৫ চার ও ৩ ছয়ে হাফসেঞ্চুরি করেন সেইফার্ট। ৪৩ বলে ৬ ছয় ও ৭টি চারে ৮৪ রানে আউট হন তিনি।
এছাড়া বড় ইনিংস গড়তে কিউইদের সাহায্য করেন রস টেলর (১৪ বলে ২৩) এবং স্কট কুগেলিন (৭ বলে ২০ রান), কলিন মানরো (২০ বলে ৩৪) ও কেন উইলিয়াসম (২২ বলে ৩৪)। তবে ম্যাচসেরা সেইফার্ট।
নিউজিল্যান্ড-ভারত সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচ আগামী শনিবার।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড: ২০ ওভারে ২১৯/৬ (সেইফার্ট ৮৪, মানরো ৩৪, উইলিয়ামসন ৩৪, মিচেল ৮, টেইলর ২৩, ডি গ্র্যান্ডহোম ৩, স্যান্টনার ৭*, কুগেলেইন ২০*; ভুবেনশ্বর ১/৪৭, খলিল ১/৪৮, ক্রুনাল ১/৩৭, হার্দিক ২/৫১, চেহেল ১/৩৫)।
ভারত: ১৯.২ ওভারে ১৩৯ (রোহিত ১, ধাওয়ান ২৯, শঙ্কর ২৭, পান্ত ৪, ধোনি ৩৯, কার্তিক ৫, হার্দিক ৪, ক্রুনাল ২০, ভুবনেশ্বর ১, চেহেল ১, খলিল ১*; সাউদি ৩/১৭, কুগেলেইন ০/৩৪, ফার্গেসন ২/২২, স্যান্টনার ২/২৪, মিচেল ১/১৩, শোধি ২/২৬)।
ফল: নিউজিল্যান্ড ৮০ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে নিউজিল্যান্ড ১-০তে এগিয়ে
ম্যাচ সেরা: টিম সাইফার্ট
Discussion about this post