ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জয়ের সুবাসটা আগেই পাচ্ছিল দক্ষিণ আফ্রিকা। রোববার সকালে শুধু আনুষ্ঠানিকতটাই সারল তারা। কেপটাউন টেস্টে পাকিস্তানকে রীতিমতো উড়িয়েছে প্রোটিয়ারা। একদিন আগেই জিতে নিয়েছে সিরিজের দ্বিতীয় টেস্ট। ৯ উইকেটের জয়ে তিন ম্যাচ টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
শনিবার পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ২৯৪ রানে অলআউট হলে মামুলি লক্ষ্য দাঁড়ায় প্রোটিয়াদের সামনে। জিততে চাই মাত্র ৪১ রান। এই রান মাত্র ৫৯ বলে তুলে নেয় স্বাগতিকরা।
কেপটাউনে ডিন এলগার-টিউনিস ডি ব্রুইন ইনিংস ওপেন করেন। কিন্তু ব্রুইন ব্যর্ত। এরপর মোহাম্মদ আমিরের বলে কনুইয়ে আঘাত পেয়ে মাঠ ছাড়েন হাশিম আমলা। এরপর অধিনায়ক ফাফ ডু প্লেসিস আর এলগার জয়ের বন্দরে নোঙর করান। ম্যাচসেরা হয়েছেন প্রথম ইনিংসে শতরান করা প্রোটিয়া অধিনায়ক ডু প্লেসিস।
জোহানেসবার্গে শুক্রবার শুরু সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান ১ম ইনিংস: ১৭৭/১০
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৪৩১/১০
পাকিস্তান ২য় ইনিংস: ২৯৪/১০
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: (লক্ষ্য ৪১) ওভারে ৯.৫ ওভারে ৪৩/১ (এলগার ২৪*, ডি ব্রুইন ৪, আমলা আহত অবসর ২*, ডু প্লেসিস ৩*; আমির ০/১৭, আব্বাস ১/১৪, আজহার ০/৮)
ফল: দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী
ম্যাচসেরা: ফাফ ডু প্লেসিস
Discussion about this post