ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বয়স হয়েছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। কিন্তু ২০১৯ সালের দ্বিতীয় দিনেই না ফেরার দেশে চলে গেলেন রমাকান্ত আচরেকর। যিনি শচীন টেন্ডুলকারের গুরু হিসেবেই পরিচিত তিনি। তার কাছেই বিশ্বসেরা এই ক্রিকেটার দীক্ষা নিয়েছেন। শিখেছেন কী করে খেলতে হয়। জেনেছেন ক্রিকেটের মুল মন্ত্র-নিয়ম, নিষ্ঠা আর শৃঙ্খলাপরায়ণতার কথা।
সেই মেন্টরকে হারালেন শচীন। বুধবার মুম্বাইয়ে ৮৭ বছর বয়সে মারা গেছেন আচরেকর। অকৃতদার এই কোচের কাছে আজন্ম কৃতজ্ঞ শচীন। অনেকেই বলেন শচীনের এই ২৪ বছরের দীর্ঘ ক্যারিয়ারের পুরোটাতেই জড়িয়েছেন তিনি। বারবারই গুরুর কাছে পরামর্শ নিতে ছুটে গেছেন শচীন। দারুণ সম্পর্ক ছিল গুরু-শিষ্যের!
১২ বছর বয়সে বড় ভাই অজিত টেন্ডুলকর তাকে নিয়ে যান আচেরকের কাছে৷ মুম্বাইয়ের শিবাজী পার্কে চলে অনুশীলন। অবশ্য শুধু শচীন নয়, ভারতীয় জাতীয় দলের সাবেক ক্রিকেটার বিনোদ কাম্বলি, প্রভীন আমরেও তার ছাত্র।
আচরেকরের জন্ম ১৯৩২ সালে। ১৯৬০ সালে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার হয়ে হায়দারাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিপক্ষে আচরেকার খেলেন একমাত্র প্রথম শ্রেণির ম্যাচ। তবে কোচ হিসেবে তিনি দারুণ সফল। ভারতীয় ক্রিকেটে অবদানের জন্য পেয়েছিলেন দ্রোণাচার্য পুরস্কার। পদ্মশ্রী সম্মানেও ভূষিত হয়েছেন এই কোচ।
Discussion about this post