ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সিরিজে এখন ১-১ সমতা। যারা জিতবে তারা অন্তত সিরিজে হারবে না। তেমনই সমীকরণের সামনে বুধবার বক্সিং ডে টেস্টে খেলতে নেমেছে ভারত। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রথম দিনটা ছিল সফরকারীদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে দারুণ প্রতিরোধ গড়েছেন ব্যাটসম্যানরা।
বুধবার প্রথম দিনের খেলা শেষে ভারত ২ উইকেট হারিয়ে ১ম ইনিংসে করেছে ২১৫ রান। চেতেশ্বর পুজারা ৬৮ ও বিরাট কোহলি ৪৭ রানে ব্যাট করছেন। এরইমধ্যে দু’জন তৃতীয় উইকেট জুটিতে জমা করেছেন ৯২ রান।
এর আগে সকালে টস জিতে প্রথমেই ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক কোহলি। দুই ওপেনার হানুমা বিহারি ও মায়াঙ্ক আগারওয়াল উদ্বোধনী জুটিতে তুলেন ৪০ রান। হনুমা ৮ রান করে প্যাট কামিন্সের শিকার। এরপর দ্বিতীয় উইকেটে পূজারাকে নিয়ে ৮৩ রানের জুটি গড়েন অভিষেক ম্যাচে নামা আগারওয়াল। অভিষেকেই হাফসেঞ্চুরি তুলে নেন তিনি। ১৬১ বলে ৭৬ রানে ফিরেন তিনি।
এরপর কোহলি-পূজারা জুটিতে স্বস্তি ফিরে ভারতীয় ড্রেসিং রুমে। উইকেটের সঙ্গে মানিয়ে নিয়ে দুর্দান্ত খেলেছেন এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যান। পুজারা ছিলেন শান্ত-স্থীর। ২০০ বল খেলে বাউন্ডারি মাত্র ছয়টি। কোহলির ১০৭ বলের ইনিংসেও ছয়টি চার। তবে বৃহস্পতিবার আরো অনেকটা পথ পাড়ি দিতে হবে তাদের। তবেই বড় স্কোরের দেখা মিলবে।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত ১ম ইনিংস: ৮৯ ওভারে ২১৫/২ (বিহারি ৮, আগারওয়াল ৭৬, পুজারা ৬৮*, কোহলি ৪৭*; স্টার্ক ০/৩২, হেইজেলউড ০/৪৫, লায়ন ০/৫৯, কামিন্স ২/৪০, মার্শ ০/২৩)
Discussion about this post