ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ক্রিকেটে তিন ফরম্যাটের সিরিজ একসঙ্গে এক দেশের জেতার ঘটনা খুব বেশি নেই। ৮টি দেশের ৩৩ বার। কিন্তু এই তালিকায় নেই বাংলাদেশ। শনিবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলেই টাইগাররা পাবে ‘ট্রেবল’ জয়ের তৃপ্তি।
এ পর্যন্ত সর্বোচ্চ সাতবার ট্রেবল জিতে সবার চেয়ে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ড ও পাকিস্তান জিতেছে ছয়বার। পাঁচবার করে ভারত ও ইংল্যান্ড। অস্ট্রেলিয়া দুবার। শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ একবার করে। এবার কী তাহলে বাংলাদেশের পালা?
গত কয়েকবছরে দ্বিপাক্ষিক সিরিজে একাধিকবার দুটি ট্রফি জিতেছে বাংলাদেশ। তবে এখন পর্যন্ত ট্রেবল জিততে পারেননি সাকিব আল হাসান-মাশরাফি বিন মর্তুজারা। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরেই যেমন সব জিতেও টি-টুয়েন্টি সিরিজটা জেতা হয়নি।
২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের ট্রফি জিতলেও টেস্টের ট্রফিটা হারাতে হয় ১-০ ব্যবধানে। চলতি বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট সিরিজ হেরে গেলেও পরে ওয়ানডে ও টি-টুয়েন্টি জিতে বাংলাদেশ।
Discussion about this post