ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এক প্রান্তে নিয়মিত উইকেট পড়ছে আর অন্যপ্রান্তে তিনি নিজে অবিচল, বিস্ময়কর ব্যাটিং! সত্যিই তাই। ওয়েলিংটনে দেখা মিলল টম ল্যাথামের ব্যাটিং বীরত্ব। ‘ক্যারিং ব্যাট থ্রু আউট আ কমপ্লিটেড ইনিংস’ মানে ইনিংসের শুরু করতে নেমে শেষ ব্যাটসম্যান হিসেবে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন তিনি। নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান আদ্যন্ত ব্যাটিংয়ের নতুন বিশ্বরেকর্ড গড়লেন।
সোয়াশ বছরেরও পুরনো টেস্ট ইতিহাসে সপ্তম ব্যাটসম্যান হিসেবে আদ্যন্ত ব্যাটিংয়ে ডাবল সেঞ্চুরি করলেন ল্যাথাম। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েলিংটন টেস্টে সোমবার ২৬৪ রানে অপরাজিত থাকেন এই ওপেনার। ‘ক্যারিং ব্যাট থ্রু আউট আ কমপ্লিটেড ইনিংস’ব্যাটিংয়ে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়েন তিনি। ইনিংসের শুরু করতে গিয়ে শেষ অব্দি অপরাজিত থাকেন ২৬৪ রানে।
টেস্টে আদ্যন্ত ব্যাটিংয়ে প্রথম ডাবল সেঞ্চুরি হয় ১৯৩৮ সালে। ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে অস্ট্রেলিয়ার বিল ব্রাউন অপরাজিত থাকেন ২০৬ রানে। ১৯৫০ সালে লেন হাটন ২০২ তারপর ১৯৭২ সালে গ্লেন টার্নার করেন ২২৩ রান। ১৯৯৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মারভান আতাপাত্তুর খেলেন আদ্যন্ত ব্যাটিং করেন। করেন অপরাজিত ২১৬ রান।। ২০০৮ সালে বীরেন্দ্র শেবাগ শ্রীলঙ্কার বিপক্ষে করেন অপরাজিত ২০১ রান। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন টেস্টে অপরাজিত ২৪৪ রানের আদ্যন্ত ইনিংস খেলে বিশ্বরেকর্ড গড়েছিলেন ইংল্যান্ডের অ্যালেস্টার কুক।
এবার কুকের সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ডের জন্ম দিয়েছেন ল্যাথাম। শ্রীলঙ্কার বিপক্ষে সোমবার তার ব্যাটে অপরাজিত ২৬৪।
তার ইনিংসে জয়ের সুবাস পাচ্ছে নিউজিল্যান্ড। ওয়েলিংটন টেস্ট জিততে শ্রীলঙ্কার চাই ২৭৬ রান। হাতে ৭ উইকেট। এই রান করা সহজ নয়। টেস্টে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা তুলে২৮২ রান। জবাবে ১ম ইনিংসে নিউজিল্যান্ড করে ৫৭৮ রান। দ্বিতীয় ইনিংসে নেমে ২০ রান করতেই ৩ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২৮২/১০
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ১৫৭.৩ ওভারে ৫৭৮/১০ (ল্যাথাম ২৬৪*, টেলর ৫০, নিকোলস ৫০, ডি গ্র্যান্ডহোম ৪৯, সাউদি ৬, প্যাটেল ৬, বোল্ট ১১; লাকমল ১/৮৮, রাজিথা ০/১৪৪, ম্যাথিউস ০/১, পেরেরা ২/১৫৬, কুমারা ৪/১২৭, ডি সিলভা ২/৫৪)
শ্রীলঙ্কা ২য় ইনিংস: ১২ ওভারে ২০/৩ (গুনাথিলাকা ৩, করুনারত্নে ১০, ডি সিলভা ০; মেন্ডিস ৫*, ম্যাথিউস ২*; সাউদি ২/৭, বোল্ট ১/১২)
Discussion about this post