ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অপরূপ সৌন্দর্যের ভূমি যেন সিলেট। আর সেখানকার ক্রিকেট স্টেডিয়ামে যেন প্রকৃতি তার সৌন্দর্য উজাড় করে দিয়েছে। মাঠের একপাশে চা বাগান। উঁচু-নিচু টিলা। সবুজের আবহে নয়নাভিরাম এক মাঠ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম।
ক্রিকেটের সেরা মাঠ লর্ডসে টেস্ট শুরুর আগে বেল বাজানোর রীতি রয়েছে। ভারতের ইডেন গার্ডেনে ৫০১তম টেস্টেও বেল বাজানো হয়েছিল। এবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও সে পথেই হাঁটতে যাচ্ছে। ২০০৭ সাল থেকে ক্রিকেটতীর্থ লর্ডসে টেস্ট শুরু হয় ঘণ্টা বাজিয়ে। পরে ২০১৬ সাল থেকে এই রীতি শুরু হয়েছে ইডেন গার্ডেনসে। এবার ঘণ্টা বাজিয়ে টেস্ট শুরু হবে বাংলাদেশের একটি মাঠেও!
অভিষেক টেস্ট থেকে সিলেটেও টেস্ট শুরু হবে ঘণ্টা বাজিয়ে। ঢাকা থেকে নিয়ে আসা ঘণ্টা বসানো হবে টেস্ট শুরুর আগেই। অষ্টম টেস্ট ভেন্যুর অভিষেকটা কাল ম্যাচ রেফারিকে দিয়ে বেল বাজিয়ে করবেন আয়োজকরা। টস করতে বিশেষ কয়েন, বিশেষ স্মরণিকা প্রকাশ হবে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসের কয়েনের দুই পাশে বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের লোগো ব্যবহার করা হয়েছে। এছাড়া জিম্বাবুয়ে দলের অধিনায়ক ও কোচকে সিলেটের ঐতিহ্যখচিত ক্রেস্ট উপহার দেওয়া হবে।
অভিষেক টেস্টের জন্য ৬টি অনুশীলন পিচ ও ৭টি উইকেট রয়েছে সিলেটে। উইকেটগুলো সার্বক্ষণিক রক্ষণাবেক্ষণের তত্ত্বাবধানে রয়েছেন বিসিবি’র নিয়োগ দেওয়া একজন কিউরেটর। সব মিলিয়ে টেস্ট অভিষেকের আগেই আলোচনায় চলে এসেছে ভেন্যুটি।
Discussion about this post