ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বড়দের পালা শেষ। এবার শুরু হয়েছে যুবাদের এশিয়া কাপ ক্রিকেট। কিন্তু মাশরাফি বিন মর্তুজাদের মতো উড়ন্ত সূচনা হয়নি বাংলাদেশের। শনিবার উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে জুনিয়র টাইগাররা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার ‘বি’ গ্রুপের খেলায় শুরুতে ব্যাট করে বাংলাদেশের ক্রিকেটাররা ৪৬.৪ ওভারে মাত্র ১৪১ রানে অলআউট হয়ে যায়। জবাবে ১২.১ বল আর ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে শ্রীলঙ্কা।
ম্যাচে তেমন কিছুই করতে পারেনি বাংলাদেশের ক্রিকেটাররা। অধিনায়ক তৌহিদ হৃদয়ের ব্যাট থেকে আসে ৩৫ রান। এরপর এতো কম পুঁজি নিয়ে বোলারদেরও তেমন কিছুই করার ছিল না।
সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
এদিকে যুব এশিয়া কাপে বিকেএসপির চার নম্বর মাঠে ‘এ’ গ্রুপের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারাল আফগানিস্তান। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের হংকংকে ৯ উইকেটে হারায় পাকিস্তান। বিকেএসপির তিন নম্বর মাঠে ‘এ’ গ্রুপের ম্যাচে নেপালকে ১৭১ রানে হারাল ভারত।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৪৬.৪ ওভারে ১৪১ (তানজিদ ২৪, সাজিদ ১, প্রান্তিক ৭, তৌহিদ ৩৫, শামিম ২০, আকবর ১, রিশাদ ১৮*, মেহেদী ১, শরিফুল ১১; কালানা পেরেরা ১/২৪, মালিঙ্গা ০/২৭, নাভিন ফার্নান্দো ১/২৫, সেনারত্নে ২/৩১, দালশান ২/১১, ওয়েলালাগে ২/২১, পারানাভিথানা ০/২)
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল: ৩৭.৫ ওভারে ১৪৪/৪ (পারানাভিথানা ০, নিশান ফার্নান্দো ১২, নিপুন পেরেরা ১, নুভানিদু ফার্নান্দো ৬৪*, সুরিয়াবান্দারা ৩৬, ওয়েলালাগে ১০*; শরিফুল ২/২৯, মেহেদী ০/৪২, মৃত্যুঞ্জয় ১/২১)
ফল: শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল ৬ উইকেটে জয়ী
Discussion about this post