ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
রোমাঞ্চকর নাকি শ্বাসরুদ্ধকর? কোন বিশেষণ দেবেন?
দুটোই দিতে হবে। কারণ অসাধারন ক্রিকেট ম্যাচের দেখা মিলল মঙ্গলবার, এশিয়া কাপে। শেষ ওভারে নাটকীয়তা ছড়াল। যেখানে ভারত-আফগানিস্তান কেউই জিতেনি। আবার কেউ হারেওনি! ম্যাচ টাই!
শেষ ওভারে জিততে ভারতের দরকার ছিল ৭ রান। হাতে মাত্র ১ উইকেট! উইকেটে ছিলেন রবিন্দ্র জাদেজা। তখনই বল হাতে নেন রশিদ খান। ওভারের দ্বিতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয়ে দ্বারপ্রান্তে নিয়েও গিয়েছিলেন জাদেজা। শেষ দুই বলে চাই ১ রান। তখন ভুল করলেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। মিড উইকেটে ক্যাচ তুলে দুিলেন নাজিবউল্লাহ জাদরানের হাতে! স্তব্দ ভারতীয় গ্যালারি। ম্যাচ টাই!
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে মঙ্গলবার ভারত-আফগানিস্তান কেউ জিতেনি। আবার কেউ হারেওনি। অবশ্য টাই ম্যাচে জয়ের আনন্দ নিয়েই মাঠ ছেড়েছেন রশিদ খান আর আসগর আফগানরা।
এই ম্যাচটা ছিল শুধুই নিয়মরক্ষার। কারণ ভারত এশিয়া কাপের ফাইনালে উঠার পথটা বন্ধ হয়ে গিয়েছিল আগেই। আবার বিদায়ও নিশ্চিত ছিল আফগানদের। সেই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে আফগানিস্তান। মোহাম্মদ শাহজাদের সেঞ্চুরিতে ৮ উইকেট হারিয়ে ৫০ ওভারে করে ২৫২ রান। জবাব দিতে নেমে ভারত ৪৯.৫ ওভারে অলআউট হয়ে সেই ২৫২ রানে।
ভারত মঙ্গলবার খেলতে নামে অধিনায়ক রোহিত শর্মাকে ছাড়াই। ভারতের নেতৃত্বে দেখা যায় মহেন্দ্র সিং ধোনিকে। সঙ্গে বিশ্রামে শিখর ধাওয়ান, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ আর যুবেন্দ্র চাহালও বিশ্রামে ছিলেন।
এটি ছিল ধোনির নেতৃত্বের ২০০তম ম্যাচ। এর আগে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (২৩০) ও নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিংয়ের (২১৮) ২০০ ছাড়ানো ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছেন।
ধোনির ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম শতরান করেন মোহাম্মদ শাহজাদ। ফিফটি করেন ৩৭ বলে। ৮৮ বলে তুলেন শতরান। তিনি যখন সেঞ্চুরি করেন তখন আফগানিস্তানের রান ১৩১। এই ইনিংসে দলের সবচেয়ে কম রানের সময় সেঞ্চুরির বিশ্ব রেকর্ড স্পর্শ করেন এই ওপেনার। এই রেকর্ড আগে একাই ছিল শহিদ আফ্রিদির। ২০০৫ সালের ১৫ এপ্রিল কানপুরে ভারতের বিপক্ষে ৪৫ বলে শতরান যখন করেন তখন পাকিস্তানের রান ছিল ১৩১।
১১৬ বলে ১২৪ রান করেন শাহজাদ। তার ইনিংসে ছিল ১১টি চার ও ৭টি ছক্কা! আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ নবীও ৫৬ বলে ৬৪ রান করেন। রবীন্দ্র জাদেজা নেন ৩টি উইকেট। ২টি উইকেট তুলেন কুলদীপ যাদব।
এরপর ভারতের নতুন উদ্বোধনী জুটি করে ১১০ রান। আম্বাতি রাইডু ৫৭ অার লোকেশ রাহুল করেন ৬০ রান। দিনেশ কার্তিক ৪৪ রানে ফিরে বিপাকে পড়ে ভারত। তারপর কুলদ্বীপ যাদব আর সিদ্ধার্থ কাউলকে ৪৯তম ওভারে ওভারে রানআউট হলে ম্যাচে ফিরে আফগানরা। শেষ পর্যন্ত টাই-এর স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে তারা।
সংক্ষিপ্ত স্কোর-
আফগানিস্তান: ৫০ ওভারে ২৫২/৮ (শাহজাদ ১২৪, আহমাদি ৫, রহমত ৩, গুলবদিন ১৫, নবি ৬৪, নাজিবউল্লাহ ২০, রশিদ ১২*; খলিল ১/৪৫, চাহার ১/৩৭, জাদেজা ৩/৪৬, কুলদীপ ২/৩৮, কেদার ১/২৭)
ভারত: ৪৯.৫ ওভারে ২৫২/১০ (রাহুল ৬০, রাইডু ৫৭, কার্তিক ৪৪, ধোনি ৮, পান্ডে ৮, কেদার ১৯, জাদেজা, চাহার ১২, কুলদীপ ৯, খলিল; আফতাব ২/৫৩, নবি ২/৪০, রশিদ ২/৪১, আহমাদি ১/১৯)
ফল: ম্যাচ টাই
ম্যাচসেরা: মোহাম্মদ শাহজাদ
Discussion about this post