ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আরো একটা মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহীম। তবে সম্ভাবনা জাগিয়েও রোববার বড় ইনিংস খেলতে পারেন নি তিনি। মনে আক্ষেপ রাখা দিনেই ওয়ানডে ক্রিকেটে ৫হাজার রান ক্লাবের সদস্য হলেন মুশি।
এবারের এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন ১৪৪ রান। এরপর আফগানিস্তানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে বিশ্রামে ছিলেন। সুপার ফোরের ম্যাচে ভারতের বিপক্ষে ম্যাচে ২১ রান করেন তিনি। তবে রোববার আফগানিস্তানের বিপক্ষে মনে হচ্ছিল ত্রানকর্তা হবেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ফিরে যান ৩৩ রানে। রান আউটে শেষ তার ইনিংস।
এদিন ব্যাক্তিগত ৭ রান করতেই ওয়ানডে ক্রিকেটে পাঁচহাজার রান ক্লাবের সদস্য হন মুশি। এশিয়া কাপের শুরুতে ওয়ানডে ক্রিকেটের পাঁচ হাজারি ক্লাবে নাম লেখাতে তার দরকার ছিল ১৭২ রান। শ্রীলঙ্কা বিপক্ষে ক্যারিয়ার সেরা ১৪৪ রানের ইনিংস খেলে অনেকটা এগিয়ে যান।
মুশফিকের ৫ হাজার ক্লাবে পা রাখতে আফগানদের বিপক্ষে আবুধাবীতে মাঠে নামার আগে দরকার ছিল ৭ রান। ইনিংসের একাদশতম ওভারে গুলবাদিন নাইবের ওভারে ফাইন লেগ দিয়ে চার মেরে বাংলাদেশের তৃতীয় এবং বিশ্বের ৮৪তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে পাঁচ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন মুশফিক। তার আগে বাংলাদেশের পক্ষে তামিম ইকবাল ও সাকিব আল হাসান নিজেদের ওয়ানডে ক্যারিয়ারে পাঁচ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন।
ওয়ানডে ক্রিকেটে পাঁচ হাজার রান করতে ৩১ বছর বয়সী মুশফিকের লেগেছে ১৭৬ ইনিংস। ১৮০ ইনিংসে ৫ হাজার ৪৮২ রান করেন সাকিব আল হাসান। ১৮১ ইনিংসে ৬ হাজার ৩০৭ রান শীর্ষে তামিম ইকবাল।
Discussion about this post