ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এখনো আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ তারা। ঘরোয়া ক্রিকেটেও নিষেধাজ্ঞা ছিল। কিন্তু তাদের আবেদনে মন গলে ক্রিকেট অস্ট্রেলিয়ার। তারা নর্থ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিকেটে খেলার অনুমতি দিয়েছে স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে। সুযোগ পেয়েই কাজে লাগালেন দু’জন। সাউথ ওয়েলস প্রিমিয়ার ক্রিকেটে নেমেই বাজিমাত তাদের।
গত মার্চের পর প্রথমবারের অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নেমে সেঞ্চুরি করলেন ডেভিড ওয়ার্নার। সাবেক অধিনায়ক স্মিথ খেলেন ৮৫ রানের দুর্দান্ত এক ইনিংস। দু’জনই বুঝিয়ে দিলেন ফেরার লড়াইয়ে ভালই প্রস্তুত তারা।
মার্চে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ে জড়িয়ে এক বছরের জন্য নিষিদ্ধ ওয়ার্নার-স্মিথ। আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটেও ১২ মাস খেলা বন্ধ হয়ে যায় তাদের। তবে এবার ক্রিকেট অস্ট্রেলিয়া গ্রেড এ ক্রিকেটে খেলার অনুমতি দিয়েছে তাদের।
শনিবার শতরান করেন ডেভিড ওয়ার্নার। র্যান্ডউইক পিটারসহামের হয়ে মাঠে নামেন তিনি। শুরুতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৭ রান তুলে প্রতিপক্ষ সেন্ট জর্জ। তারপর ওয়ার্নারের অপরাজিত সেঞ্চুরিতে ৪ উইকেটে জিতে র্যান্ডউইক। ওয়ার্নার ১৫২ বলে ১৩ চার ও ২ ছক্কার অপরাজিত ১৫৫ রান তুলেন।
অন্যদিকে গ্লেন ম্যাকগ্রা ওভাল স্টেডিয়ামে স্টিভেন স্মিথ সেই পুরনো ছন্দে ব্যাট করেন। ম্যাচে সাদারল্যান্ডের হয়ে খেলেন তিনি। ৬ চার আর ১টি ছক্কায় ৯২ বল করেন ৮৫ রান।
Discussion about this post