ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একের এক শাস্তিও আটকানো যাচ্ছিল না তাকে। নিয়ম ভেঙ্গেই যাচ্ছিলেন সাব্বির রহমান। সবশেষ ফেসবুকে তর্কে জড়িয়ে পড়েন এক ক্রিকেট ভক্তের সঙ্গে। তাকে হুমকিও দেন তিনি। এরই পথ ধরে এবার কঠিন শাস্তির মুখে পড়লেন জাতীয় দলের এই ক্রিকেটার। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিসিপ্লিনারি কমিটির তলবে হাজির হয়ে দুঃসংবাদ শুনেন সাব্বির।
শৃংখলা ভঙ্গের জন্য ৬ মাস আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করা হয়েছে এই ব্যাটসম্যানকে।
শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠায় বিসিবির ডিসিপ্লিনারি কমিটি ডাকে সাব্বির, নাসির হোসেন এবং মোসাদ্দেক হোসেন সৈকতকে। নাসির ইনজুরিতে থাকায় হাজির হতে পারেন নি। আর স্ত্রীকে নিযার্তনের অভিযোগ উঠা মোসাদ্দেক নিজের ব্যখা দিয়েছেন। এরপর তাকে মৌখিকভাবে সতর্ক করে দেয়া হয়।
সাব্বির রহমান যে শাস্তি পাচ্ছেন সেটা আগেই নিশ্চিত ছিল। কারণ বেপোরোয়া হয়ে উঠেন তিনি। নারী কেলেঙ্কারি, দর্শক পেটানো পর শাস্তি পেলেও নিজেকে পাল্টাননি তিনি। এ কারণেই শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক তাকে দুঃসংবাদ শোনালেন। শৃঙ্খলাভঙ্গের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাব্বিরকে ৬ মাস নিষিদ্ধ করার সুপারিশ করেছে বিসিবির ডিসিপ্লিনারি কমিটি।
শনিবারই নিষেধাজ্ঞার সুপারিশ এখন পাঠানো হবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে। তিনি অনুমোদন করলেই আন্তর্জাতিক ক্রিকেট ছয় মাসের জন্য নিষিদ্ধ হবেন সাব্বির। শুধু আনুষ্ঠানিকতাই বাকী।
মোসাদ্দেক স্ত্রী করা যৌতুকের মামলায় জড়িয়েছেন। বিষয়টি এখন আদালতে গড়িয়েছে। এ অবস্থায় মোসাদ্দেককে মৌখিকভাবে সতর্ক করেছে ডিসিপ্লিনারি কমিটি। আদালতের রায়ের পরই এনিয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড।
Discussion about this post