ক্রিকবিডি২৪.কম ডেস্ক:
গ্রুপ অব ডেথে খেলার মাশুল যেন গুনছে আর্জেন্টিনা। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ভাগ্য ঝুলছে সুতোর ওপর। গ্রুপ ডি থেকে শুদু ক্রোয়েশিয়া পেয়েছে পরের রাউন্ডের টিকিট। এখন অপেক্ষায় তিন দেশ-নাইজেরিয়া, আর্জেন্টিনা আর আইসল্যান্ড। যে কেউ পেতে পারে পরের রাউন্ডের ছাড়পত্র। জটিল সমীকরণের সামনে দাঁড়িয়ে তিন দেশ।
বাংলাদেশ সময় রাত মঙ্গলবার ১২টায় মুখোমুখি লড়বে ক্রোয়েশিয়া ও আইসল্যান্ড। একই সময় মাঠে নামবে আর্জেন্টিনা ও নাইজেরিয়া।  এখানে নাইজেরিয়াকে শুধু হারালেই চলবে না, ক্রোয়েশিয়ার কাছে আইসল্যান্ডের পরাজয় কামনা করতে হবে লিওনেল মেসিদের। তাহলেই কেবল মিলবে নকআউটের টিকিট। আবার নাইজেরিয়া জিতলেই উঠে যাবে পরের রাউন্ডে। আইসল্যান্ডেরও সম্ভবনা আছে। সব মিলিয়ে জমে উঠেছে এই ডি গ্রুপের লড়াই।
রাশিয়া বিশ্বকাপে আজ মঙ্গলবার গ্রুপ ‘সি’র শেষ দুই ম্যাচে ফ্রান্স খেলবে ডেনমার্কের সঙ্গে। আরেক ম্যাচে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ পেরু। এখানে ফ্রান্স উঠে গেছে নকআউটে। লড়াই এখন ডেনমার্ক-অস্ট্রেলিয়ার।
এবার চলুন এবার দেখে নেই এই ম্যাচগুলো দেখা যাবে কোন চ্যানেলে-
ডেনমার্ক-ফ্রান্স
সরাসরি, রাত ৮টা, বিটিভি, মাছরাঙা, নাগরিক টিভি
সনি ইএসপিএন, সনি টেন টু ও সনি টেন থ্রি
অস্ট্রেলিয়া-পেরু
সরাসরি, রাত ৮টা, সনি সিক্স
আর্জেন্টিনা-নাইজেরিয়া
সরাসরি, রাত ১২টা, বিটিভি, মাছরাঙা
নাগরিক টিভি, সনি ইএসপিএন, সনি টেন টু ও সনি টেন থ্রি
ক্রোয়েশিয়া-আইসল্যান্ড
সরাসরি, রাত ১২টা, বিটিভি, সনি সিক্স
 
			 
                                








Discussion about this post