সেই ব্যর্থতার পথ ধরেই হাটল বাংলাদেশের নারী ক্রিকেট দল। এবারো ব্যাটিংয়ে ব্যর্থ।বোলিংয়েও কিছু করা হল না। তারই পথ ধরে রুমানা আহমেদের দলকে বিধ্বস্ত করে ২ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল দক্ষিণ আফ্রিকার মেয়েরা।
বুধবার তৃতীয় ওয়ানডেতে ৯ উইকেটে জিতে ৫ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। ৭২ রানের ছোট লক্ষ্য ২১৪ বল বাকি থাকতে করে ফেলে স্বাগতিকরা। কিম্বার্লির ডায়মন্ড ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে দল। ৩৬.৫ ওভারে ৭১ রানে অলআউট। ২৬ রানে ৬ উইকেট চলে যায়। নিজেদের সর্বনিম্ন রানে অলআউটের শঙ্কায় ছিল নারী ক্রিকেট দল। নিগার সুলতার দৃঢ়তায় সর্বনিম্ন স্কোর (৬০) টপকায় তারা। ৩৩ রানে অপরাজিত ছিলেন নিগার। পান্না ঘোষ ১২। অন্যরা দুই অংকের দেখা পাননি।
এরপর ১৪ ওভার ২ বলেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। ৫১ বলে ৫ চার ও এক ছক্কায় ৪৪ রানে অপরাজিত থাকেন ম্যাচসেরা লিজেলি লি।
১১ ও ১৪ মে হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নামবে টাইগ্রেসরা।
Discussion about this post