হারারেতে দ্বিতীয় টেস্টের প্রথম দিন স্বাগতিক জিম্বাবুয়ের সংগ্রহ ৮ উইকেটে ২৩৭ রান। মাসাকাদজা করে যান ইনিংস সর্বোচ্চ ৭৫ এবং টেলর ৫১ রান। প্রসপার উতসেয়া ১৪ এবং চাতারা বিনা রানে ক্রিজে রয়েছেন।
পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে ৩১ রানে হারিয়েছিল ২ উইকেট। তারপরই মাসাকাদজা ও টেলরের জুটি। কিন্তু এ দু’জন আউট হতে আর কারও ব্যাট তেমন চওড়া হয়ে ওঠেনি। যে কারণে বড় পুঁজির পথও হারিয়ে ফেলে স্বাগতিকরা। পাকিস্তানের সেরা বোলার ছিলেন পেসার জুনায়েদ খান। ৫৫ রানে নিয়েছেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
জিম্বাবুয়ে ১ম ইনিংস : ২৩৭/৮ (সিবান্দা ১৪, মাসাকাদজা ৭৫, টেলর ৫১, ওয়ালার ২৩, চিগুম্বুরা ১৫, পানিয়াঙ্গারা ২৪; জুনায়েদ ৩/৫৫, রাহাত ২/৪৮, রেহমান ২/৩৭)।
Discussion about this post