তাহলে কী বাবা-মা হতে যাচ্ছেন শোয়েব মালিক ও সানিয়া মির্জা? আর সেটা না হলে সন্তানের নাম, পদবী নিয়ে এতো ভাববেন কেন এই তারকা জুটি? পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে সাংসারিক জীবন বেশ কাটছে সানিয়ার। তবে এরইমধ্যে ভারতীয় এই টেনিস তারকা জানিয়েছেন, তাদের ঘরে যে সন্তান আসবে তার পদবী হবে ‘মির্জা মালিক’।
দুইজনের পদবীটাই থাকবে। তবে স্বামী শোয়েব মালিক চান কন্যা সন্তান। গোয়া ফেস্টে লিঙ্গ বৈষম্যের উপর একটি সেমিনারে অংশ নিয়েছিলেন সানিয়া। সেখানেই সন্তানের পদবী নিয়ে সানিয়া বলেন, ‘আমি একটা গোপন কথা বলতে চাই। আমি আর আমার স্বামী এ নিয়ে কথা বলার পরই সিদ্ধান্ত নিই যে আমাদের সন্তানের পদবী হবে মির্জা মালিক। শুধু মালিক নয়। এভাবেই আমার স্বামী সহ আমরা একটা পরিবার হয়ে সেই সন্তানের পাশে দাঁড়াব। যদিও শোয়েব সবসময়ই মেয়ে সন্তানই চেয়েছে।’
লিঙ্গ বৈষম্য নিয়ে সানিয়া জানান, ‘দেখুন, সেই ছোটবেলায় আত্মীয়দের শুনতাম আমার মা আর বাবাকে বলতে, ছেলে হওয়া উচিত ছিল তাদের, তাহলে বংশ এগোতে পারতো। কিন্তু আমরা দুই বোন, কখনই চাইনি আমাদের ভাই হোক। তাই এ নিয়ে চাচা আর ফুফুরা কিছু বলতে এলেই তাদের সঙ্গে ঝগড়া করতেন আমার মা–বাবা। তাই তাদের কাছে মেয়ে সন্তান মেয়ে হিসেবেই প্রয়োজন।’
Discussion about this post