অবশেষে সুখবর মিলল। সবকিছু ঠিক থাকলে আগামী এক সপ্তাহর মধ্যে মাঠে ফেরার মতো ফিটনেস পেয়ে যাবেন সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে দেশে ফিরেছেন তিনি। যদিও পুরোপুরি ম্যাচ ফিটনেস ফিরে পেতে তাকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে সাকিব যদি মনে করেন আট-দশ দিন পরই তিনি খেলবেন তবে আপত্তি তুলবে না বিসিবির চিকিৎসকরা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানান, ‘৯ মার্চ মেলবোর্নের হ্যান্ড বিশেষজ্ঞ ডা. ডেভিড হয়ের সঙ্গে সাকিবের অ্যাপেয়েনমেন্ট ছিল। ওখানে পরীক্ষানিরীক্ষার পর উনি সিদ্ধান্ত নেন বড় কোন ইন্টারভেনশনে এ মুহূর্তে যাওয়ার প্রয়োজন নেই।’
অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে সোমবার অনুশীলনে নেমে পড়েছেন সাকিব। মিরপুর শেরেবাংলায় ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচের বিরতিতে কিছুক্ষণ ব্যাটিং অনুশীলন করেন তিনি। তারপর চলে ডান ইনডোরে। সেখানে মিনিট দশেক মেশিনের বলে নক করেন সাকিব। ফেরার জন্য অস্থির হয়ে আছেন টাইগারদের অধিনায়ক।
২৭ জানুয়ারি ঢাকায় গত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ফিল্ডিং করতে গিয়ে বাঁহাতের আঙুলে গুরুতর চোট পান সাকিব। তারপর থেকেই আছেন মাঠের বাইরে।
Discussion about this post