ঢাকা টেস্টে ব্যাটিং ব্যর্থতা মুছে ফেলে টি-টুয়েন্টি সিরিজে দাপট দেখালেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। চার ক্রিকেটারের অভিষেকের দিনে দল হারানো ছন্দটা যেন ফিরে পেল। মুশফিকুর রহিম ও সৌম্য সরকারের ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে ৫ উইকেটে ১৯৩ রান তুলে বাংলাদেশ। টি-টুয়েন্টিতে এটিই লাল-সবুজের প্রতিনিধিদের সর্বোচ্চ সংগ্রহ।
আগের সেরা ইনিংসটি ছিল ২০১২ সালে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে। তখন ৫ উইকেটে ১৯০ রান তুলেছিল দল। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের আগের সর্বোচ্চ ছিল ২০১৩ সালে পাল্লেকেলেতে, সে সময় ৭ উইকেটে ১৮১ রান করে টাইগাররা।
চোটে পড়ায় তামিক ইকবালকে ছাড়াই খেলেছে দল। তার পরিবর্তে খেলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নবাগত জাকির হাসানকে। জাকির ছাড়াও বৃহস্পতিবারের এই টি-টুয়েন্টি লড়াইয়ে অভিষেক হল আরিফুল হক, আফিফ হোসেন ও নাজমুল অপুর।
সৌম্য সরকার ছিলেন বেশ দাপুটে। ক্যারিয়ারে প্রথম পঞ্চাশ ছুঁয়ে সৌম্য ফিরেন ৫১ রান করে। আগের সেরা ৫০ ছাড়িয়ে মুশফিক অপরাজিত থাকেন ৬৬ রানে।
অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ৩১ বলে দুটি করে ছক্কা-চারে ৪৩ রান করেন।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ২০ ওভারে ১৯৩/৫ (জাকির ১০, সৌম্য ৫১, মুশফিক ৬৬*, মাহমুদউল্লাহ ৪৩, সাব্বির ১, আরিফুল ১*; মাদুশাঙ্কা ০/৩৯, গুনাথিলাকা ১/১৬, উদানা ১/৪৫, থিসারা ১/৩৬, দনঞ্জয়া ০/৩২, জিবন ২/২১)
Discussion about this post