ইনজুরি কাটিয়ে উঠলেও শেষ পর্যন্ত দল থেকে ছেটে ফেলা হয়েছিল ইমরুল কায়েসকে। কিন্তু ফাইনালে ঠিকই তাকে রেখে দল ঘোষণা করলেন নির্বাজকরা। ১৬ জনের স্কোয়াডে আছেন এই ওপেনার। অবশ্য টুর্নামেন্টের শুরুতে দলেই ছিলেন ইমরুল। অনুশীলনে হাতে চোট পাওয়ায় প্রথম দুই ম্যাচে বাইরে রাখা হয় তাকে। পরের দুই ম্যাচের স্কোয়াড থেকে বিসিএল খেলতে চলে যান তিনি।
তারপর বিসিএলে এক ইনিংসে ১৪ চার ও ৬ ছক্কায় ১১৮ রান করেন ইমরুল। সঙ্গে জাতীয় দলের হয়ে এনামুল হক বিজয়ের ধারাবাহিক ব্যর্থতায় ডাক পড়ল তার। ফাইনালে শনিবার ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী হিসেবে দেখা যেতে পারে তাকে। ত্রিদেশীয় টুর্নামেন্টের ৫ ম্যাচের জন্য ৩ দফায় দল ঘোষণা করলেন নির্বাচকরা। এমনটা ক্রিকেট বিশ্বে দেখা যায়না বললেই চলে!
এনামুল হক তার সবর্শেষ চার ইনিংসে তুলেছেন ১৯, ৩৫, ১ ও ০ রান। বাজে শট খেলে তার আউটের ধরণ নিয়েও উঠেছে প্রশ্ন।
ত্রিদেশীয় সিরিজে ফাইনালের জন্য বাংলাদেশ দল-
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুশফিকুর রহিম, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মোহাম্মদ মিথুন, এনামুল হক বিজয়, নাসির হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, আবুল হাসান রাজু, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও সানজামুল ইসলাম।
Discussion about this post