তার প্রিয় ফরম্যাট-টেস্ট। সাদা পোশাকেই ব্যাট হাতে সবচেয়ে বেশি সাবলীল তিনি। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শুরুর দিনই ব্যাট হাতে ম্যাজিক দেখালেন মুমিনুল হক। সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) চার নম্বর মাঠে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিপক্ষে দিন শেষে ১৬৯ রানে অপরাজিত ছিলেন এই ব্যাটসম্যান। তার দল পূর্বাঞ্চলের রান ৫ উইকেটে ৩৪০।
ডাবলসেঞ্চুরিটাও বুধবার সকালে পেয়ে যেতে পারেন মুমিনুল হক। যদিও প্রথম শ্রেণির ক্রিকেটে মুমিনুলের ১১তম শতরান হয়ে গেল। মাত্র একটিই ডাবল সেঞ্চুরি আছে তার। ২০১৫-১৬ মৌসুমে বরিশালের বিপক্ষে করেন ২৩৯ রান।
বিকেএসপিতে পূর্বাঞ্চলকে একাই টেনেছেন মুমিনুল। লিটন দাস ফিরে যান ২০ রানে। দলের ৮০ রানে সাজঘরের পথ ধরেন আরেক ওপেনার ইমতিয়াজ হোসেন (৩৩)। তিন নম্বরে নেমে মুমিনুল এক প্রান্ত আগলে ১৮টি চার ও ২টি ছয়ে খেলেন নান্দনিক এক ইনিংস। খেলেছেন ২০৭ বল। অন্যপ্রান্তে আছেন জাকির হাসান। তার ব্যাটে ৪৭ রান। এর আগে পূর্বাঞ্চলের ইয়াসির আলী ফিরেছেন ৩৩ রানে।
তবে হতাশ করেছেন ৫ বছর পর বিসিএলে খেলতে নামা মোহাম্মদ আশরাফুল। নিষেধাজ্ঞার ঘেরাটোপ আগেই শেষ হলেও এই টুর্নামেন্টে এবারই তাকে প্রথম দেখা গেল। কাল মাত্র ১৩ রানে ফিরেন আশরাফুল। অলক কাপালি ৩৫ বল খেলে করেছেন ১৯ রান।
দক্ষিণাঞ্চলের পক্ষে দুটি করে উইকেট শিকার করেছেন আবদুর রাজ্জাক ও সাকলাইন সজীব। সৌম্য পেয়েছেন একটি উইকেট।
দিনের আরেক খেলায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার ওয়ালটন সেন্ট্রাল জোন অলআউট ১৮৮ রানে। জবাবে বিসিবি নর্থ জোন তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ২৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৯৩ রান তুলেছে।
Discussion about this post