আন্তর্জাতিক ক্যারিয়ারকে গুডবাই বলেছেন আগেই। তবে ঘরোয়া লিগগুলোতে খেলে যাচ্ছিলেন তিনি। এবার সব ধরনের ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিলেন কেভিন পিটারসেন। চলতি বছর শেষে ক্যারিয়ারের ইতি টানবেন ইংল্যান্ডের সাবেক তারকা ব্যাটসম্যান।
এখন অস্ট্রেলিয়া ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের দল মেলবোর্ন স্টারসের হয়ে খেলন পিটারসেন। এর আগে ২০১৩-১৪ অ্যাশেজে বাজে পারফরম্যান্সের পরই জাতীয় দল থেকে বাদ পড়ার পর আর ফিরতি পারেননি তিনি। অবশ্য তার বেফাঁস মন্তব্য দলে ফিরতে বাধা হয়ে দাঁড়ায়। গত বছরের আগস্টেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান কেভিন।
২০০৪ সালের ২৮ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে দেশের হয়ে ওয়ানডেতে অভিষেক। ২০০৫ সালের ২১ জুলাই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ডথচলা শুরু। ইংল্যান্ডের হয়ে টেস্টে সর্বকালের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রহকারী পিটারসেন। সব ধরনের ফরম্যাট মিলিয়ে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ আন্তর্জাতিক রানের মালিকও এই ব্যাটসম্যান।
Discussion about this post