আগামী মাসেই আবার ক্রিকেটে মেতে উঠবে বাংলাদেশ। এবার আন্তর্জাতিক ম্যাচ। শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় সিরিজের পর টেস্ট অার টি-টুয়েন্টি সিরিজ। ত্রিদেশীয় সিরিজ শেষে ৩১ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট। ৮ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট ঢাকার মিরপুরে।
টেস্ট সিরিজ শেষে দুই দল খেলবে দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। ১৫ ফেব্রুয়ারি মিরপুরেই প্রথম টি-টুয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। তার আগে সিলেটে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ম্যাচ গড়ানোর কথা শোনা গেলেও সেখানে হবে কেবল একটি টি-টুয়েন্টি ম্যাচ। ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ-শ্রীলঙ্কার শেষ টি-টুয়েন্টি ম্যাচটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
ত্রি-দেশিয় টুর্নামেন্ট খেলতে ১০ জানুয়ারি জিম্বাবুয়ে ও ১২ জানুয়ারি ঢাকায় আসবে শ্রীলঙ্কা।
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ
জানুয়ারি ৩১- ফেব্রুয়ারি ৪ | প্রথম টেস্ট | মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম | |
ফেব্রুয়ারি ৮- ১২ | দ্বিতীয় টেস্ট | চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম | |
ফেব্রুয়ারি ১৫ | প্রথম টি-টোয়েন্টি | মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম | দিবারাত্রি |
ফেব্রুয়ারি ১৮ | দ্বিতীয় টি-টোয়েন্টি | সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম | দিবারাত্রি |
Discussion about this post