বাংলাদেশের কোচ ছিলেন এই পরিচয়টা যেন এখন ভুলে যেতে চাইছেন চন্ডিকা হাথুরুসিংহে। এই না হলে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে বাংলাদেশের নাম মুছে ফেলবেন কেন? এর আগে তার টুইটার অ্যাকাউন্টে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের পদবী দেওয়া থাকলেও সেটা আর এখন দেখা যাচ্ছে না। পদবীর জায়গায় লিখে রাখলেন, ‘cricket coach by profession and ex Sri Lankan test and ODI player’।
এরইসঙ্গে শোনা যাচ্ছে বাংলাদেশের কোচের পদ থেকে সরে দাড়িয়ে শ্রীলঙ্কাতেই থাকবেন তিনি। দলটির ওপেনার দিমুথ করুণারত্নে এখনই তাঁদের কোচ হিসেবে হাথুরুসিংহেকে দেখছেন বলে জানালেন। তিনি যেমনটা জানালেন, ‘উনার (হাথুরুসিংহের নিয়োগ) ব্যাপারে আমি কিছুই জানি না। শুনেছি সে আসছে, কিন্তু ব্যাপারটা এখনো নিশ্চিত হয়নি। সে আসলে আমাদের জন্য ভালো হবে, কারণ বেশির ভাগ খেলোয়াড়ই তার পরিচিত। আঞ্চলিক পর্যায়ে আমি তার অধীনে খেলেছি।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়ালি না জানালেও দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথেই বিসিবির কাছে পদত্যাগপত্র জমা দেন হাথুরুসিংহে। পরে বোর্ড তাকে সিদ্ধান্ত পুন:বিচেনার জন্য অনুরোধ করে। কিন্তু তিনি সেই কথায় সাড়া দেননি। এর আগে গত জুন থেকেই লঙ্কানদের দায়িত্ব নিতে হাথুরুর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। এমনিতে হাথুরুর সঙ্গে বিসিবির চুক্তি রয়েছে ২০১৯ সাল পর্যন্ত।
এ অবস্থায় অস্ট্রেলিয়ার একাডেমি থেকেও প্রস্তাব রয়েছে হাথুরুর। পরিস্থিতি বুঝেই দল বেছে নেবেন এই কোচ। তবে ঢাকায় যে ফিরছেন না সেটা নিশ্চিত হয়ে গেছে!
Discussion about this post